W.B Local train status – ১৫ই জুলাইয়ের পর থেকে কি চালু হবে লোকাল ট্রেন?
W.B Local train status: প্রতিনিয়ত প্রশ্ন উঠে আসে কবে থেকে চলবে বাস-ট্রেন অন্যান্য গণমাধ্যম গু-লি । এখনো পর্যন্ত তেমন কোনো বিস্তারিতভাবে জানা না গেলেও সম্প্রতি এসেছে খুশির খবর।আমরা জানি যে ইতিমধ্যে ল-কডা-উন এর সময়সীমা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার । কিন্তু বাস চলাচল গ্রুপ কোনরকম নিষেধাজ্ঞা রাখেনি ।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের (West Bengal Government )তরফ থেকে জানানো হয়েছিল সরকারি এবং বেসরকারি বাস চালাতে পারে বাস মালিকরা কিন্তু ৫০% কর্মী নিয়ে । অপরদিকে বাস মালিকরা কিছুতেই বাস চালাতে রাজি নয় । কারণ এত কম যাত্রী নিয়ে আগের মতন ভাড়া নিয়ে চালানো সম্ভব নয় । এতে লাভের পরিমাণ কিছুই থাকবে না । এই নিয়ে চলতে থাকে বেশ জ-ল্পনা এবং বি-ক্ষোভ।
এমনকি সরকারের অনুমতি মিললে ও শোনা যাচ্ছে বাস মালিকরা কেরোসিন তেলের সাথে মবিল মিশিয়ে বাস চালাচ্ছে । যার ফলে বাস বাদ দিয়ে ট্রেন চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছ রাজ্যের প্রতিটা বাসিন্দা । দক্ষিণ পূর্ব রেল এর পক্ষ থেকে এমনটা জানা যাচ্ছে যে তারা সমস্ত রকম করোনা সতর্কতা মেনে চলতে প্রস্তুত ট্রেন ।
More Read : Indian Railway Launch 72 Special Trains During The Festival
শুধুমাত্র রাজ্য সরকারের অনুমতি পেলেই রাজ্যে ফের আরও একবার দাপিয়ে বেড়াবে লোকাল ট্রেন গুলি। কিন্তু এখনও রাজ্য সরকারের তরফ থেকে তেমন কোনো উত্তর পাওয়া যায়নি। অপরদিকে আমরা এমনটাও জানি যে রাজ্যের অধিকাংশ বাসিন্দারা লোকাল ট্রেনের (Local Train) ওপর নির্ভরশীল । প্রতিদিন নিত্য যাত্রী মানুষেরা অফিস যায় এই লোকাল ট্রেনের মাধ্যমে ।
কিন্তু অফিস খুলে গেল চালু হয়নি ট্রেন । যার ফলে কিভাবে তার অফিসে যাবে তা ভেবে কূলকিনারা পাচ্ছি না । অপরদিকে সরকারের তরফ থেকে শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য বেশ কয়েকটি ট্রেন চালানো হয়েছিল প্রথম দিকে । কিন্তু বিক্ষোভের মুখে পড়ে সমস্ত সাধারণ নিত্যযাত্রীদের জন্য স্টাফ স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করেছিল পূর্ব রেল।
কিন্তু যে প্রশ্নটা আজও থেকে যাচ্ছে যে লোকাল ট্রেন চলবে কবে চলবে । এবার এ এলো খুশির খবর । লোক্যাল ট্রেন চালানোর জন্য প্রস্তুর রয়েছে রেল কতৃপক্ষ। প্রশাসনের নির্দেশ পাওয়া মাত্রই ট্রেনের সুইচ অন করবে ড্রাইভারগণ। কিন্তু, এতদিন রাজ্যের তরফ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
More Read : Ministry of Defence Recruitment 2021: Group D is being recruited There are 89 vacancies Learn how to apply
এদিন এমনটাই জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নীরজকুমার। তবে সূত্রের খবর যে, আগামী ১৫ই জুলাইয়ের পরেই ট্রেন চালানোর অনুমতি দেওয়া হবে। মঙ্গলবার ট্রেন চালানোর দাবিতে দীর্ঘক্ষণ অবরোধ করা হয় হাওড়া জেলার চেঙ্গাইল স্টেশনে।