HomeGovt Schemessolar storm 2021 | solar storm warning today 2021 from NASA

solar storm 2021 | solar storm warning today 2021 from NASA

স্পেসওয়েদার ওয়েবসাইট অনুযায়ী ১.৬ মিলিয়ন কিলোমিটার প্রতি ঘণ্টায় এই ঝড় ধেয়ে আসছে পৃথিবীর দিকে জানিয়েছেন বিজ্ঞানীরা ।

১৬ লক্ষ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে শক্তিশালী সৌর ঝড় (Solar Storm 2021) ধেয়ে আসছে পৃথিবীর দিকে জানিয়েছেন বিজ্ঞানীরা!

Solar Storm 2021 : শক্তিশালী একটি সৌর ঝড় ধেয়ে আসছে পৃথিবীর দিকে। স্পেসওয়েদার ওয়েবসাইট অনুযায়ী ১.৬ মিলিয়ন কিলোমিটার প্রতি ঘণ্টায় এই ঝড় ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এই ঝড় আছড়ে পড়বে পৃথিবীর উপর। সূর্যের বায়ুমণ্ডল থেকে এই ঝড়ের উত্পত্তি। এই ঝড়ের ফলে দুর্দান্ত দৃশ্য দেখা যাবে উত্তর এবং দক্ষিণ মেরু থেকে। গত বেশ কয়েক মাস ধরেই সূর্যের মধ্যে অস্থিরতা নজর করা গিয়েছে।

নাসার দাবি, এই দ্রুত গতির ঝড়ের দেরে স্যাটেলাইট সিগ্নাল বিঘ্নিত হতে পারে। যার জেরে জিপিএস এবং মোবাইল সিগ্নালে বিঘ্ন ঘটতে পারে। উল্লেখ্য, মে মাসেই বিজ্ঞানীরা দাবি করেন যে ঘুম থেকে জেগে উঠেছে সূর্য। সেই সময় কয়েক লক্ষ টন প্রচণ্ড গরম গ্যাস সূর্য থেকে ছড়িয়ে পড়ে।

More Read : Cyclone Yash | Bengal Is Going To Be Hit By A Stronger Storm Than Amphan

সৌর ঝড়ের সময় সূর্য থেকে ছড়িয়ে পড়া গরম গ্যাসে ইলেকট্রিক চার্জ যুক্ত গ্যাস রয়েছে যেখান থেকে সৃষ্টি হয় চৌম্বকীয় তরঙ্গ। এর জেরে বিশ্বের বেতার, জিপিএসের উপর প্রভাব পড়তে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা। কিন্তু এর ফলে সরাসরি পৃথিবীতে কোনও প্রভাব সরাসরি পড়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।

উল্লেখ্য, ২০২০ সালে সূর্য এর ১১ বছরের নতুন সাইকেল শুরু করে। এই সাইকেল ২০২৫ সালে চরম পর্যায়ে পৌঁছবে। বিশ্বের উপর শেষ সৌর ঝড় আঘাত হেনেছিল ১৭ বছর আগে। তবে সেই সময়ের তুলনায় বর্তমানে প্রযুক্তির উপর আমাদের নির্ভরশীলতা বেড়েছে কয়েক গুণ। তবে এই সৌর ঝড় বিশ্বজুড়ে প্রযুক্তিকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের।


A powerful solar storm is coming towards the earth. According to the SpaceWeather website, the storm is moving towards the earth at 1.6 million kilometers per hour. This storm will hit the earth.

The origin of this storm is from the Sun’s atmosphere. This storm has great views from the North and South Poles. Instability in the sun has been observed for the last several months.

NASA claims that this high-speed storm could disrupt satellite signals. Due to which GPS and mobile signals may be disrupted. Note that in May, scientists claim that the sun woke up. At that time, millions of tons of hot gas were released from the sun.

The hot gas emitted from the sun during a solar storm contains gas with an electric charge from which magnetic waves are generated. Scientists fear that this could affect the world’s radio and GPS. But as a result, scientists are less likely to read any effects directly on Earth.

Note that in 2020, Surya started a new 11-year cycle. This bike will reach its peak in 2025. The last solar storm hit the world 16 years ago. However, compared to that time, our dependence on technology has increased several times. But scientists fear the solar storm could disrupt technology around the world.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular