HomeGovt SchemesVivo Drone Cum Mobile : ফোনের মধ্যে থেকে বেরিয়ে আসবে ড্রোন, নতুন...

Vivo Drone Cum Mobile : ফোনের মধ্যে থেকে বেরিয়ে আসবে ড্রোন, নতুন প্রযুক্তিতে আনছে Vivo

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সংস্থা এমন একটি ড্রোনের উপর কাজ করছে, যা তাদের স্মার্টফোনের সঙ্গে ইন্টিগ্রেটেড থাকবে।

Vivo Drone Cum Mobile: Drones will come out of the phone, Vivo is bringing New Technology

Vivo Drone Cum Mobile: According to a recent report, the company is working on a drone that will be integrated with its smartphones.

Everyone’s mind is filled with watching the drone footage of YouTubers. Many people who love to take photos and videos want to buy drones. But the huge price of good drones stands in the way.

Vivo, a Chinese smartphone maker, is working on new technology to meet that demand. According to a recent report, the company is working on a drone that will be integrated with its smartphones.

Pictures of Vivo’s plan have also gone viral on social media. According to that plan, the phone will have a special detaching mechanism. Through it, the two cameras and some parts of the phone will be separated from the main body.

This is the same phone that can be used as a remote to fly a drone. There are four fans, two infrared sensors.

Vivo filed a patent for the technology last year. The company did not say when the phone would hit the market or not. Needless to say, if it is also released as a concept model, it will create a stir in the world of smartphones.


Vivo Drone Cum Mobile: ইউটিউবারদের ড্রোন ফুটেজ দেখে সকলের মন ভরে যায়। ফটো, ভিডিয়ো তুলতে ভালোবাসেন, এমন অনেকেই ড্রোন কিনতে চান। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ভাল ড্রোনের বিপুল দাম।

এবার সেই চাহিদা মেটাতেই নতুন প্রযুক্তির উপর কাজ করছে চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ভিভো। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সংস্থা এমন একটি ড্রোনের উপর কাজ করছে, যা তাদের স্মার্টফোনের সঙ্গে ইন্টিগ্রেটেড থাকবে।

ভিভোর এই প্ল্যানের ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেই প্ল্যান অনুযায়ী ফোনের মধ্যেই থাকবে বিশেষ ডিট্যাচিং মেকানিজম (Detaching mechanism)। তার মাধ্যমেই ফোনের দুটি ক্যামেরা ও কিছুটা অংশ বিছিন্ন হয়ে যাবে মূল বডি থেকে। এটিই ফোনকে রিমোট হিসাবে ব্যবহার করে ওড়ানো যাবে ড্রোনের মতোই। থাকছে চারটি ফ্যান, দুটি ইনফ্রারেড সেন্সরও।

Read More: Student Credit Card Application: ৫ দিনেই 10 হাজার আবেদন,পড়ুয়াদের নতুন স্বপ্ন দেখাচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড | এখনি আবেদন করুন |

গত বছরেই এই প্রযুক্তির পেটেন্ট জমা করেছে ভিভো। এই ফোন কবে নাগাদ বাজারে আসতে পারে, আদৌ আসবে কিনা, সে বিষয়ে কিছু জানায়নি সংস্থা। তবে এটি যদি কনসেপ্ট মডেল হিসাবেও প্রকাশ করা হয়, তা স্মার্টফোনের জগতে যে আলোড়ন সৃষ্টি করবে, তা বলাই বাহুল্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular