HomeGovt Schemesthird wave of corona west bengal | তৃতীয় ঢেউ ঢুকছে অক্টোবরে আশঙ্কা...

third wave of corona west bengal | তৃতীয় ঢেউ ঢুকছে অক্টোবরে আশঙ্কা দুই আইআইটি-র গবেষণায়

third wave of corona west bengal expected date

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Third wave of corona west bengal | তৃতীয় ঢেউ ঢুকছে অক্টোবরে,  আশঙ্কা দুই আইআইটি-র গবেষণায়

third wave of corona west bengal : চলতি বছরেই ভারতে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। এ বার আইআইটি-র একটি গবেষণায় দাবি করা হয়েছে, অগস্টেই ভারতে শুরু হতে পারে করোনার তৃতীয় ঢেউ। সেই সময় দৈনিক এক থেকে দেড় লক্ষ মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অক্টোবর মাসে সংক্রমণ শিখর ছুঁতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা (third wave covid west bengal)।

সংবাদ সংস্থা ব্লুমবার্গ একটি রিপোর্টে জানিয়েছে, আইআইটি হায়দরাবাদের (IIT Hyderabad) মথুকুমাল্লি বিদ্যাসাগর ও আইআইটি কানপুরের মণীন্দ্র আগরওয়াল নামের দুই গবেষক করোনার তৃতীয় ঢেউয়ের বিষয়ে এই দাবি করেছেন। একটি গাণিতিক মডেলের উপর নির্ভর করে এই দাবি করেছেন তাঁরা।

Read More : Coronavirus | new form of coronavirus kappa | Find In India | Know More

third wave of corona west bengal expected date(Third wave of corona west bengal)

তাঁদের মতে, তৃতীয় ঢেউয়ের প্রভাব সবথেকে বেশি পড়তে পারে কেরল ও মহারাষ্ট্রে। তবে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না তৃতীয় ঢেউ। দ্বিতীয় ঢেউয়ের সময় দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের বেশি হয়েছিল। তবে এ ক্ষেত্রে সেটা দেড় লক্ষের মধ্যে থাকবে বলেই দাবি করেছেন তাঁরা।

Group Cards
Google News View Now

এর আগে মে মাসে বিদ্যাসাগর বলেছিলেন, করোনার দ্বিতীয় ঢেউ কয়েক দিনের মধ্যেই শিখর ছুঁতে পারে। তিনি বলেন, ‘‘আমাদের গবেষণায় বোঝা যাচ্ছে কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় ঢেউ শিখর ছোঁবে। জুনের শেষে দৈনিক আক্রান্ত ২০ হাজারের আশপাশে থাকবে।’’ যদিও এই পূর্বাভাস সম্পূর্ণ মেলেনি। এখনও দেশে দৈনিক সংক্রমণ ৪০ হাজারের উপরে রয়েছে। কেরল, মহারাষ্ট্র-সহ ১০টি রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র।

Read More : Corona’s new strain increased the country’s worries!

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular