The treatment of the child is with the help of 2 lakh people | The cost of injection is 16 crore |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Couple hopes to crowdfund 16 crore to treatment 2 years old son


ee 1

5 মাসের শিশুটি জন্ম থেকে  রোগে জর্জরিত ছিল |  চিকিৎসার খরচের ব্যবস্থা করা ছিল অসম্ভব। শেষ পর্যন্ত দেশের 2 Lacks মানুষের সাহায্যে চিকিৎসা হল শিশুটির। বিশ্বের সবচেয়ে দামি Injection নিয়ে আপাতত সুস্থ সে। An injection of 16 crores |

শিশুটির নাম Dhairayarajsingh Rathore। তার জন্ম আমদাবাদে। জন্ম থেকে সে Spinal muscular atrophy type-1 নামে একটি Neuromuscular রোগে আক্রান্ত। এটি অত্যন্ত বিরল রোগ । সারা বিশ্বে জন্ম নেওয়া 10,000 শিশুর মধ্যে ১ জনের এই রোগ দেখা যাই।

An injection of 16 crores | এই রোগে আক্রান্ত শিশুরা শরীরের কোনও অঙ্গ নাড়াচাড়া করতে পারে না। এই শিশুটি মুখ খুলে খেতে  পারত না। অন্য শিশুদের মতো উঠে বসতে বা হাত-পা ছুড়ে খেলতেও পারত না। Doctor জানিয়ে দিয়েছিলেন, তাকে বাঁচানো অসম্ভব যদি চিকিৎসা শুরু করা না যাই। 

Group Cards
Google News View Now

একটি বিশেষ ওষুধের প্রয়োজন যা Injection-র মাধ্যমে শিশুটির শরীরে প্রবেশ করাতে হত। The price of this drug is the most expensive in the world 16 Crore | শিশুটির মা-বাবার পাশে দাঁড়ান 2 Lacks সাধারণ মানুষ। Crowdfunding platforms-র সাহায্যে এই টাকার ব্যবস্থা হয়।

Why so expensive, this medicine?

Injection-টির নাম Hydrocephalus । America-র Biotechnology company Avexis এটি প্রস্তুত করে। 2019 সালে America এই Medicine ব্যবহারের Exemption পায়। সম্প্রতি ব্রিটেনেও 2021 সালে  Exemption পেয়েছে।

Of the UK’s National Health Service-র মতে, এই Medicine-র একটি ডোজই যথেষ্ট।  Injection দিতে হয় শিরার মধ্যে। SMN1 জিনটি থাকে না এই রোগে আক্রান্তদের দেহে । Injection-র মাধ্যমে এই জিনটিই শরীরে ঢুকিয়ে দেওয়া হয় । এই জিন থেকে পেশী সক্রিয় রাখার প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ হয় | স্বাভাবিক শরীরের সমস্ত পেশী কাজ করতে শুরু করে।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।


For more details : https://www.indiatoday.in/india/story/gujarat-couple-raises-rs-16-crore-through-crowdfunding-for-treatment-of-sons-genetic-disorder-1799205-2021-05-05

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here