HomeGovt Schemesপৃথিবীর বাইরের প্রানের খোঁজ করতে তৈরি হলো অত্যাধুনিক প্রযুক্তির (Sophisticated technology) দুরবিন

পৃথিবীর বাইরের প্রানের খোঁজ করতে তৈরি হলো অত্যাধুনিক প্রযুক্তির (Sophisticated technology) দুরবিন

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Sophisticated technology binoculars were created to search for life outside the Earth

Sophisticated technology: এবার খোজ চালু , পৃথিবীর বাইরেও প্রাণের কোনও অস্তিত্ব আছে কিনা তা খতিয়ে দেখার জন্য। এর জন্য একটি অনুবিক্ষণিক প্রযুক্তি (Microscopic technology) তৈরী করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজির (California Institute of Technology) গবেষকরা । তারা বলেছে এর মাধ্যমে পৃথিবীর বাইরের প্রানের খোজ করা যাবে খুব সহজে।

এর নাম দেওয়া হয়েছে, ডিজিটাল হলগ্রাফিক মাইক্রোস্কোপ।এর আগে এই বিষয় নিয়ে নাসা গবেষণা করেছিল, সেখানে ভাইকিং প্রকল্পের মাধ্যমে তার খোজ করেছিল। কিন্তু তারপর থেকে বিজ্ঞানীরা এখনও খুজে বের করতে পারে নি কোন পদ্ধতিতে তাদের সন্ধান চালানো যাবে। তার ভেবেছিল জীবন্ত মানুষ দিয়ে এই গবেষণা করতে, কিন্তু ভয় এক জায়গায় সে আবার ফিরে আস্তে পারবে কিনা।

এখনও পর্যন্ত মহাকাশের নমুনা গুলো নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছে। কিন্তু সেখানে অনুবিক্ষণিক যন্ত্র ব্যবহার করার কোনও সুযগ নেই। আর তা দেখার জন্য কোনও লেন্সও ব্যবহার করে দেখা হয় নি। প্রথমে শুধু লেজার ব্যবহার করা হত। আর তারমাধ্যমে সেই সব বস্তুর নড়াচড়া দেখাবে।

কিন্তু এখন সেই নড়চড়া কার, সেটা জানা দরকার। কারন সেটা জড় বস্তু কিংবা জীবেরও হতে পারে। আর তা্র তা জানার জন্যই ক্যাল্টেক হলোগ্রাফিক মাইক্রোস্কোপ তৈরী করেছে।

Group Cards
Google News View Now

Sophisticated technology: Now the search is on to find out if there is any life outside the earth. Researchers at the California Institute of Technology in the United States have developed a microscopic technology for this.

They say it is very easy to find life outside the earth.

Named the Digital Halligraphic Microscope. NASA had previously studied the subject, finding it through the Viking Project. But since then, scientists have not been able to find a way to find them. She wanted to do this research with living people, but she was afraid that she would be able to return to one place.

Scientists are still researching space samples. But there is no point in using microscopic instruments. And no lens was used to see it. At first, only lasers were used. And through it will show the movement of all those objects.

But now we need to know who is moving. Because it can be an inanimate object or an organism. And to find out, Caltech has developed a holographic microscope.

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular