Artemisia is being used in many villages in North
Sanitizer-tree: Covid-19-র কোনও ছায়া জীবনে ছিল না, তখনও এই অঞ্চলের মানুষ এক ধরনের আঞ্চলিক ‘ Sanitizer-tree ‘ ব্যবহার করে আসছেন। বলতে গেলে সেটা Vegetable Sanitizer। এই সব ব্যবহার করেই এই অঞ্চলের মানুষ Insect-borne নানা অবাঞ্ছিত উত্পাত থেকে নিজেদের সুরক্ষিত রেখে এসেছেন।
Poisonous insects মারার জন্য North Bengal-র গ্রামীণ এলাকার মানুষজন একটি ভেষজ গাছ ব্যবহার করে আসছেন।
তার নাম ‘টিতেপাতি’। গাছটির নাম– Artemisia।
Sanitizer-Tree: Artemisia
Covid-19 এর সময় এখানকার সাধারণ মানুষ এই ভেষজ গাছের পাতা জলে ভিজিয়ে শরীরে বা বাড়িতে ছিটিয়ে দিচ্ছেন।
আর বলছেন, এতেই তাঁদের বাড়ি বা হাত হয়ে যায় ‘ Sanitize ‘।
North Bengal এ শ্মশানযাত্রীদের গায়ে এই গাছের জল ছিটিয়ে দেওয়ার প্রথা আছে।
Read More: Sonu Sood To Set Up 18 Oxygen Plants Across India
What’s the matter Totally folklore, or is there something justified?
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।