RBI বাতিল করলো License | কিন্তু আপনার টাকার কি হবে ? জেনে নিন |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

RBI cancels license | But what about your money? Find out


RBI 1


Bhagyodaya Friends Urban Co-operative Bank Limited-র License বাতিল করল Riserve Bank of India ৷ RBI-এর তরফে জানানো হয়েছে যে Bank-র কাছে পর্যাপ্ত পুঞ্জি ও আয়ের সম্ভাবনা না থাকায় License বাতিল করা হয়েছে ৷ RBI-র তরফে আরও জানানো হয়েছে, ব্যাঙ্কের প্রয়োজনীয়তাগুলি অনুসরণ করতে ব্যর্থ হয়েছে ৷ তাই Bank  চালু থাকলে সেটি User দের ক্ষতি হবে ৷


Rules অনুযায়ী, User-রা Bank-র যে Scheme-ই টাকাই জমা রাখুন, সেই Bank বন্ধ হয়ে গেলে,  RBI তার License বাতিল করলে User-রা তাঁদের সঞ্চিত আমানতের Insurance Money ফেরত পাবেন। RBI-র তত্ত্বাবধানে এই Insurance Scheme-টা চালায় Deposit Insurance & Credit Guaranty Corporation (DICGC) |


প্রায় সব State-Owned Banks, Private Bank, & Co-Operative Bank এই বিমার আওতায় রয়েছে। এর জন্য Bank-ই Premium দিয়ে থাকে ৷  Bank বন্ধ হয়ে গেলে,  Insurance হিসেবে সর্বাধিক 5 Lacks টাকা ফেরত পাবেন User-রা ৷

Group Cards
Google News View Now

Sam bandh Fin serve Pvt Ltd এর License বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ License বাতিল করার আগে RBI-এর তরফে কারণ জানানোর জন্য Notice জারি করা হয়েছে ৷ RBI-এর Rules অনুযায়ী, Non-Banking Finance সংস্থার জন্য টিয়র 1 ও টিয়র 2 অনুযায়ী একটি নিশ্চিত Capitol রাখা বাধ্যতামূলক ৷


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here