Primary TET 2022 Answer Key: Finally ‘Answer Key’ of the TET Primary Exam 2022 has been published. Candidates can challenge any answer to the ‘Answer Key’ by providing their necessary documents. That challenge must be reported within a specified time. Pay money.
The 2022 Preliminary TET Exam ‘Answer Key’ has been published. Candidates can check the ‘Answer Key’ from the official website of the Board of Primary Education www.wbbpe.org. Candidates of primary TET can also challenge.
Read More : WB TET Interview Date 2022 | WB Primary TET 2022
According to a notification by the board, the provisional ‘Answer Key’ or answer sheet of the preliminary TET examination which was held on December 11 has been published. Candidates can challenge any answer to the ‘Answer Key’ by providing their necessary documents.
That challenge must be reported within a specified time. Pay money. Experts will look into the challenges. Then the final ‘Answer Key’ will be published. Based on the ‘Answer Key’, the Preliminary TET Result will be published.
How to check ‘Answer Key’ of Primary TET?
- প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org-তে যান।
- হোমপেজের একেবারে বাঁদিকে ‘NOTICE: REQUESTING TET-2022 CANDIDATES WHO HAVE PARTICIPATED IN THE SUCH TEST TO DISPUTE THE PROVISIONAL ANSWER KEYS IN RESPECT OF THEIR INDIVIDUAL QUESTION BOOKLET’ লেখা আছে। তাতে ক্লিক করুন।
- একটি পিডিএফ খুলে যাবে। সেই পিডিএফের নীচের অংশে ‘অ্যানসার কি’ দেওয়া আছে।
- ওই পিডিএফ ডাউনলোড করে রেখে নিন। সেইসঙ্গে ‘অ্যানসার কি’-র সঙ্গে নিজের দেওয়া উত্তর মিলিয়ে নিন।
কতদিন ‘অ্যানসার কি’ নিয়ে চ্যালেঞ্জ জানানো যাবে?
প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে আগামী ১৭ জানুয়ারি (মঙ্গলবার) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত প্রাথমিক টেটের ‘অ্যানসার কি’ (Primary TET 2022 Answer Key) নিয়ে চ্যালেঞ্জ জানাতে পারবেন প্রার্থীরা।
‘অ্যানসার কি’ চ্যালেঞ্জ করার জন্য কত টাকা লাগবে?
পর্ষদের তরফে জানানো হয়েছে, ‘অ্যানসার কি’-র প্রতিটি প্রশ্নে চ্যালেঞ্জ জানানোর জন্য ৫০০ টাকা দিতে হবে। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দিতে হবে। যদি কোনও প্রার্থী ‘অ্যানসার কি’ নিয়ে চ্যালেঞ্জ করেন এবং নির্দিষ্ট টাকা জমা না পড়ে, তাহলে আবেদন বিবেচিত হবে না।
আপনি ‘অ্যানসার কি’-র যে চ্যালেঞ্জ করেছেন, তা যদি মেনে নেয় পর্ষদ, তাহলে আপনার টাকা ফিরিয়ে দেওয়া হবে। পর্ষদের তরফে জানানো হয়েছে, আবেদন যদি সঠিক হয়, NEFT-র মাধ্যমে প্রার্থীদের সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে।