How much oxygen cylinder to a hospital, you have to look online
Oxygen Website: অক্সিজেন নিয়ে Artificial lack কোনওভাবেই বরদাস্ত করবে না State Administration | তাই Health Center তৈরি করছে Oxygen Website। এমনই সিদ্ধান্ত নিয়েছে Health building | ওয়েবসাইট থেকেই জানা যাবে, কোন হাসপাতালে কত Oxygen Cylinder বা Consentrator কাজ করছে। সেই তথ্য জেনে তবে রোগীকে হাসপাতালে পাঠানো হবে।
এমনকী, অক্সিজেন কনসেন্টট্রেটর পাঠানো হয়েছে, বিদেশ থেকেও |
Read More: Vaccines will be available through drones | Read more |
সেইসব যন্ত্র District-র Covid Hospital এ পাঠানো হয়েছে। জীবন ফিরে পেয়েছেন Critical Covid রোগীরা।
ফলস্বরূপ, এটি প্রত্যন্ত অঞ্চলের কোভিড হাসপাতাল বা প্রাথমিক বা গ্রামীণ হাসপাতালে পাঠানো হচ্ছে না। আর এই Problem-র সমাধানের জন্য শুরু হবে Oxygen Website।
Oxygen Website: Secretary of State for Health এমন নির্দেশ জারি করতে চলেছেন।
কোন হাসপাতালে কত অক্সিজেন কনসেন্টট্রেটর বা সিলিন্ডার রয়েছে তা যেমন জানাতে হবে।
তেমনই Artificial oxygen-র চাহিদা বাড়ছে না কমছে | তা যথেষ্ট কারন দিয়ে জানাতে হবে। এইসব Data ওয়েবসাইটে add করতে হবে।
এবং এইসব তথ্য স্বাস্থ্য দপ্তরের অক্সিজেন ওয়েবসাইটে Upload করতে হবে।
Health Center থেকে সংশ্লিষ্ট Nodal Officer নিয়মিত এই ওয়েবসাইট দেখে প্রয়জনে নির্দেশ দেবেন।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।