HomeGovt SchemesMobile Charger: Scientists make 'holy grail' discovery to charge devices using people's...

Mobile Charger: Scientists make ‘holy grail’ discovery to charge devices using people’s bodies

Mobile Charger: আঙুলের ঘামে চার্জ হবে স্মার্টফোন | বিজ্ঞানীদের যুগান্তকারী প্রযুক্তি আবিষ্কার |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

New Technology: You could soon be charging your smartphone with a finger swipe


Mobile Charger: University of Californiaর Scientist-রা আবিষ্কার করলেন এক Groundbreaking technology। Scientist দের দাবি, এর মাধ্যমে মানুষের ঘাম থেকে উত্পন্ন শক্তি দ্বারাই Charge করা যাবে Smart Phone।

Scientist-রা দাবি করেন, তারা এক ধরনের Bio battery তৈরি করেছে। সেই ব্যাটারি Sticker-র মতো লেগে থাকবে মানুষের আঙুল-র সাথে। Hand sweat থেকে উৎপন্ন হবে Elecricity। সেই বিদ্যুতে চার্জ হবে স্মার্ট ফোন।

University of California, San Diego-র একদল Researchers এই অভাবনীয় চিন্তাটিকে বাস্তবায়িত করেন। Calorie ‘burn’ করলে ঘাম হয়। আর সেই ঘামের মতো পদার্থ থেকে Energy production করা যায়।


gh 1 1

Group Cards
Google News View Now

এই Thinking Power দ্বারা চালিত হয়েই এই Research করেন Scientist-রা। গবেষকদের দাবি এই স্ট্রিপে Energy production করতে আপনাকে কষ্ট করে ঘাম ঝড়াতে হবে না |

Read More: Google Meet: Online classes over 60 minutes, you have to pay for the meeting from now on

Mobile Charger: এই যন্ত্রটি Electric conductors and carbon foam দিয়ে তৈরি। Carbon Foam ঘাম শুষে নেয়। এই স্ট্রিপে Enzyme বা এক ধরনেরProtein, যা Lactate কে Pyruvic acid -এ রূপান্তর করে। এর ফলে Electrons exposed হয়।

Electron Charge, যা থেকে Electric Power উৎপন্ন হয়। ঘামে যত বেশি Lactate থাকে, তত বেশি Electric Power উৎপন্ন হয়। একটি Instrument -র সাহায্যে এই Electricity মাপা যায়। তা থেকে ঘামে ল্যাকটেট-এর ঘনত্বও এর পরিমাপ করা যায় |

Read More: The Times of India: The first covid patient in India after a year and a half covid ‘positive’ again |

Lactate থেকে পাওয়া বিদ্যুৎ দিয়ে শুধু মোবাইল চার্জ নয়, আরও অনেক Electronic Instruments ও চালানো যায়৷ যেমন Heart rate monitor, smart phone ইত্যাদি। তবে Sensor টি খুব ছোট হলেও তা 10 Hours পরে থাকলে 4000 milli joules শক্তি উত্পন্ন করবে। একটি Electronic Watch তাতে 24 hours পর্যন্ত চালানো যায়।

 

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular