Indian Railway launch 72 special trains during the festival
IRCTC train update: উৎসবের মরশুমে Special 72 টি trains চালু করার ঘোষণা করল Indian Railway। পাওয়া যাবে 8th July থেকে |
Read More: Fake job racket: বর্ধমানে, সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা | লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ |
Central Rail-র তরফে জানানো হয়েছে গণেশ চতুর্থি উপলক্ষে September এ Mumbai থেকে Kankan area তে 72টি Special Train চালু করা হবে। ছত্রপতি শিবজি মহারাজ Terminus, Panvel, Sawantwadi Road and Ratnagiri থেকে এই বিভিন্ন ট্রেনগুলি ছাড়বে। অতিরিক্ত যাত্রী চাপ কমাতেই, Indian Rail এই পদক্ষেপ নিয়েছে।
এই সবকটি ট্রেনে একটি AC-2 Tier, 4 AC-3 Tier, 11 Sleeper Class, 6 Second Class বগি থাকবে। । www.irctc.co.in Official ওয়েবসাইটে এই ট্রেনের টিকিট কাটা যাবে। শুধুমাত্র Confirm Ticketএ যাত্রীরা ট্রেনে ভ্রমণ করতে পারবেন। Ticket Waiting হলে মিলবে না Train Travel-র অনুমতি।
IRCTC train update,Covid rules মেনে Train travel করতে হবে বলে জানিয়েছে Indian Rail। ছত্রপতি শিবজি মহারাজ Terminus-Sawantwadi Road Daily Special (36টি Trip)।
Read More: Download and Install Windows 11: How to install Windows 11 on your PC?
ছত্রপতি শিবজি মহারাজ Terminus-Ratnagiri Special (10টি Trip)- সপ্তাহে দুই দিন করে। এছাড়া চলবে Panvel Sawantwadi Road Special (16টিTrip)।
এই ট্রেন সপ্তাহে 3 days চলবে। চলবে Panvel-Ratnagiri Special (10টিTrip)। সপ্তাহে এটি Two timesচলবে।