From now on you will need these documents to buy a train ticket
IRCTC: ট্রেনের টিকিট কাটতে গিয়ে অনেকে প্রতারক ট্যাভেল এজেন্টের ফাঁদে পড়েন। অনেক বেশি দামে Ticket কেনেন। এবার New Rules-র কথা ভাবছে Indian Railway। আগামিদিনে IRCTC-র Website থেকে Online Ticket কাটার জন্য লাগতে পারে যাত্রীর Personal Documents।
Read More: Windows 11: Design & Features, Changes, Release Date, Download Link
Which documents IRCTC required?
Railway Protection Force(RPF)-র Director-প্রধান অরুণ কুমার জানান, এ বিষয়ে কাজ চলছে। Aadhar Card, PAN Card এবং Passport Details-এর মাধ্যমে Login-র Rules জারির করার কথা ভাবছে রেল।
তিনি জানান, এতদিন প্রত্যক্ষভাবে দালালদের বিরুদ্ধে ব্যবস্থার বিশেষ প্রভাব পড়েনি।
Read More: Ceiling Fans: The ceiling fan is running day and night aren’t you doing wrong?
তাই এবার Ticketing rules-ই Radical change আনার বিষয়ে ভাবছে RPF। এ বিষয়ে আলোচনা করছেন High level officials-রা। ইতিমধ্যেই Aadhaar Authorities-র সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।
আগামিদিনে আরও Other identity documents-র মধ্যেও Integration-র কাজ চলবে বলে জানিয়েছেন RPF Chief।
Read More: Indian Army Recruitment: Indian Army Recruitment | Apply | Learn more |
তিনি জানান গত 2019 সালের October-November মাস নাগাদ প্রথম দালালদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। Illegal software-র মাধ্যমে কাজ সারত তারা। দেশজুড়ে মোট 14,257 জন এমন দালালকে arrest করা হয়েছে।
এই দালালগুলির কাছ থেকে প্রাপ্ত মোট টিকিটের অর্থমূল্য Total 28.34 Crore |