Govt Schemes

Glowing Road! এই প্রযুক্তি হবে পরিবেশ বান্ধব।

Glowing Road! এই প্রযুক্তি হবে পরিবেশ বান্ধব।(Glowing Road! This technology will be Environmentally friendly)


Smart Update24,By Syed Mosharaf Hossain: Pro-Teq নামের একটি কোম্পানি বায়োলুমিনিসেন্স পদার্থ ব্যবহার করে একধরনের প্রলেপ তৈরি করেছে যা দিনের বেলায় সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে তা নীল আলো হিসেবে নিঃসরণ করে।

এই প্রলেপ যেকোন কংক্রিট, কাঠ এবং পিচঢালা রাস্তায় ব্যবহার উপযোগী। এই প্রযুক্তি ফলপ্রসু হলে ফুটপাথ, রাস্তা, বিমানবন্দরের টারম্যাকে ব্যবহার করা যাবে এবং ল্যাম্পপোষ্টের মাধ্যমে রাস্তা আলোকিত করার খরচ বেঁচে যাবে। এবং সেই সাথে এই প্রযুক্তি হবে পরিবেশ বান্ধব।


 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button