এবার থেকে গাছে জল দেওয়ার জন্য র আপনাকে চিন্তা করতে হবে না | গাছ নিজে থেকেই তার প্রয়োজনীয় জল শোষণ করবে | পড়ুন বিস্তারিত |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

এবার থেকে গাছে জল দেওয়ার জন্য র আপনাকে চিন্তা করতে হবে না | গাছ নিজে থেকেই তার প্রয়োজনীয় জল শোষণ করবে | পড়ুন বিস্তারিত |(From now on, you don’t have to worry about watering the trees The tree will absorb the water it needs on its own Read more)

Smart Update24, by Swastika Paul


Watering Globe : কাচের গোলক। তার মাথায় চোঙাকৃতির সরু লম্বা মুখ। এই গোলকে জল ভরে, তার মুখটা টবের মধ্যে গুঁজে দিলেই হল। প্রতি দিন একটু একটু জল শুষে নেবে মাটি। অনলাইনে ‘Watering Globe’ বলে খুঁজলেও সহজেই পাওয়া যাবে এই ধরনের গোলক


প্লাস্টিকের বোতল : একটা প্লাস্টিকের বোতলের তলায় ফুটো করে সেখানে সরু প্লাস্টিকের পাইপ আটকে দেওয়া যায়। পাইপের অন্যপ্রান্তে ছোট স্টপকর্ক আটকে নিলেই ফোঁটা ফোঁটা জল নির্দিষ্ট সময় অন্তর পড়বে টবের মধ্যে। একটা কথা মনে রাখা দরকার। জলের বোতলটিকে থাকতে হবে টবের চেয়ে উঁচুতে। আর তার মুখটি খোলা রাখতে হবে। প্লাস্টিকের পাইপ বা তার শেষ প্রান্তে আটকানো স্টপকর্কটি সহজেই যে কোনও Aquarium -র দোকান থেকে কিনে নিজেই এই ব্যবস্থা করে নেওয়া যায়।

Google News View Now

বেসিন: বাড়িতে বেসিন থাকলে, তাকে কাজে লাগিয়েও দীর্ঘ দিন গাছ বাঁচানো সম্ভব। বেড়াতে যাওয়ার আগে বেসিনের তলায় একটা তোয়ালে বা রুমাল চাপা দিয়ে জল বেরনোর পথটা বন্ধ করে দিতে হবে। তার পরে তাতে 2 inch জল ভরে দিতে হবে। এই জলের মধ্যে টবগুলো নামিয়ে দিলেই হল। টবের তলার ছিদ্র দিয়ে মাটি জল শুষে নেবে।


মাটির টব : ছোট প্লাস্টিকের গামলায় জলে ভরে তাতে মাটির টব সমেত গাছ রেখে দিলেই হল। টবের গা দিয়ে জল শুষে নেবে মাটি। তবে এ ক্ষেত্রে এমন গাছ লাগাতে হবে, যাদের শিকড় অতিরিক্ত জল সহ্য করতে পারে। না হলে শিকড় পচে গিয়ে গাছ মরে যাওয়ার আশঙ্কা থাকে।


এই পদ্ধতিগুলো মাথায় রাখলে ঘরে রাখা টবের গাছ সহজেই বাঁচিয়ে রাখা সম্ভব। বেড়াতে গেলে বা কাজের জন্য বাড়ি না থাকলেও গাছের জন্য দুশ্চিন্তা করতে হবে না।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান | বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । 

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here