Instagram, Facebook users can now hide all likes
Contents
Facebook, Instagram: Like hiding করার Feature-ই আসতে চলেছে Facebook ও Instagram-এ।
গত বছর July-তে পরীক্ষামূলকভাবে Like-র সংখ্যা হাইড করার ফিচার চালু করেছিল Instagram।
2020 সালেই September এ একই ফিচার নিয়ে যাচাই পর্ব শুরু করে Facebook।
What is the reason for the option to hide likes?
Social Media Post-র সময়ে অনেকেই লাইকের বিষয়টি নিয়ে একটু বেশি Serious হয়ে যান।
পোস্টের লাইকের সংখ্যা দিয়ে Quality বিচার করেন অনেকে। এতে Mentally প্রভাব পড়তে পারে। একথা মাথায় রেখেই এবার New Option যোগ করতে চলেছে Facebook এবং Instagram।
Instagram has previously experimentally offered this feature:
Instagram Authorityএর আগে Limited User কে পরীক্ষামূলকভাবে এই সুবিধা দিয়েছিল।
সংস্থার তরফে বলা হয়, ‘2019 সালে স্বল্প সংখ্যক ব্যবহারকারীর লাইক হাইড করা হয় পরীক্ষামূলকভাবে।
There are several arguments behind Like Hyde:
Like against:
অন্যদিকে Instagram-রদের একাংশের দাবি, লাইক-ই মূল মানদণ্ড। বিশেষত যাঁরা পেশাগতভাবে Influencer, তাঁদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি।
Read More: Vaccines will be available through drones | Read more |
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে |