HomeGovt SchemesDownload E-Aadhaar Without Mobile Number , How? Learn

Download E-Aadhaar Without Mobile Number , How? Learn

Download E-Aadhaar Without Mobile Number: ফোন নম্বর ছাড়াই এবার ডাউনলোড করতে পারবেন আধার কার্ড। খুব সহজ পদ্ধতি রয়েছে। অর্থাৎ মোবাইল নম্বর আধারের সঙ্গে যুক্ত না থাকলেও আপনি পেয়ে যাবেন তা। কী ভাবে, জেনে নিন।

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

E-Aadhaar ডাউনলোড করুন মোবাইল নম্বর ছাড়াই, কী ভাবে? জানুনaadhaar card 1

Download E-Aadhaar Without Mobile Number: আজকাল সরকারি ও বেসরকারি প্রায় সব কাজে Aadhaar Card বাধ্যতামূলক। ভারতে এখন প্রায় সব অফিসিয়াল কাজেই প্রয়োজন হয় আধারের। আর এই আধারের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, আপনি যে কোনও জায়গায় নিজের আধার (E-Aadhaar) ডাউনলোড করতে পারবেন। মোবাইল নম্বরের সঙ্গে আধার যুক্ত না থাকলেও এই কাজ করা সম্ভব। কী ভাবে, তাই আজ জেনে নেওয়া যাক।

কয়েকটি সহজ ধাপে মোবাইল নম্বর ছাড়াই আপনি নিজের আধার Unique Identification Authority of India (UIDAI) ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।

মোবাইল নম্বর ছাড়াই E-Aadhaar কী ভাবে ডাউনলোড করবেন? দেখে নিন ধাপে ধাপে:-

Download E-Aadhaar Without Mobile Number:

  • প্রথমেই UIDAI ওয়েবসাইট অর্থাৎ uidai.gov.in ওয়েবসাইট ওপেন করুন।
  • এখানে ‘My Aadhaar option’ সিলেক্ট করে ড্রপ ডাউন মেনু থেকে ‘Order Aadhaar Reprint’ অপশনটি বেছে নিন।
  • এবার 12 ডিজিটের আধার নম্বর টাইপ করুন। চাইলে আপনি 16 ডিজিটের VID নম্বরও টাইপ করতে পারেন।
  •  তার পরে ‘My Mobile Number Is Not Registered’ অপশন সিলেক্ট করুন।
  •  ‘Enter An Alternate Mobile Number’ অপশম ব্যবহার করে নিজের ফোন নম্বর দিয়ে দিন।
  • এবার OTP-র মাধ্যমে নিজের মোবাইল নম্বর ভেরিফাই করে নিন।
  • তার পরে ‘Preview Aadhaar Letter’ অপশন সিলেক্ট করুন এবং E-Aadhaar ডাউনলোডের আগে অতি অবশ্যই পেমেন্ট করুন।
  • সব শেষে আপনার ডিজিটাল সিগনেচার সহ E-Aadhaarএর PDF ডাউনলোড করে নিন।
WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular