Smart Update24,By Syed Mosharaf Hossain
আপনি কি অফিসে জব করেন ?,বা স্কুল , কলেজে পড়াশোনা করেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য(File Converter ) –
আজকাল অফিসের কাজে হোক বা স্টুডেন্টদের পড়াশোনা ক্ষেত্রে হোক আমাদের বিভিন্ন রকম ফরমেট এর ডকুমেন্টস নিয়ে কাজ করতে হয় , যেমন excel, Word, Pdf, Jpg, Ppt ,ইত্যাদি। এসব ফাইল ফরম্যাট এ কাজ করার সময় আমাদেরকে বিভিন্ন সময় একটা ফরম্যাট থেকে আরেকটা ফরমেটে চেঞ্জ করতে হয় কোন কিছু দরকার এর ফলে ( word to Pdf converter)। আবার কখনো এই ফাইল ফরম্যাট গুলোকে সাইজে ছোট করতে হয় কোন জায়গায় পাঠানোর জন্য (File Compressor )।কিন্তু আমরা অনেকেই জানিনা কি করে একটা ফাইল ফরমেট কে আরেকটা ফাইল এ ফরমেটে পরিবর্তন করতে। যেমন ধরুন একটা Pdf ফাইল আছে সেটিকে আমি Word পরিবর্তন করবো , কিন্তু আমরা জানি না সেটা কি করে সম্ভব। আবার ধরুন আপনি কোন Pdf ফাইলকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাবেন কিন্তু পাঠানোর ক্ষেত্রে সেটি সাইজ প্রচন্ড বড় থাকার ফলে পাঠাতে অনেক রকম অসুবিধা দেখা দিচ্ছে তাই আপনি সেই ফরম্যাট থেকে কম্প্রেস করতে চান অর্থাৎ ছোট করতে চান কিন্তু সেটি কীভাবে করবেন আপনার জানা নেই। আজকে এই প্রতিবেদনে আমরা জানবো কি করে যে কোন ফরম্যাটের ফাইল কে অন্য ফরম্যটে কনভার্ট করতে হয় এবং কিভাবে সেটা কি কম্প্রেস করতে হয়।
কিভাবে বিভিন্ন রকম ফাইলে কনভার্ট করবেন(I love Pdf) ?
- 1- সবার প্রথমে গুগল সার্চে আপনি https://www.ilovepdf.com/ টাইপ করুন। (I Love Pdf)
- 2- এবার ওয়েব পেজে যান এবং এবং আপনার পছন্দের বিকল্পটি বেছে নিন, যেমন আপনি Pdf To Word করতে চান বা word To pdf করতে চান বা excel To pdf করতে চান বা pdf To jpg করতে চান সেটি আপনার দরকার সেটাতে ক্লিক করুন।
- 3- এখানে আপনাকে চুজ ফাইল (Choose File) অপশনে ক্লিক করতে হবে।
- 4- এখানে একটি ডায়লগ বক্স দেখা যাবে। এর পরে, আপনাকে সেই ফাইলটিতে যেতে হবে, যা আপনি কনভার্ট করতে চান এবং এটি সেলেক্ট করুন।
- 5- এক বার ফাইলটি আপলোড হয়ে গেলে, আপনাকে ‘কনভার্ট’ বোতামে ক্লিক করতে হবে।
- 6- এই ওয়েবসাইটের সাহায্য়ে আপনার ফাইলটি আপনার দরকার ডকুমেন্টে কনভার্ট হয় যাবে।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।