HomeInventionবিরল ঘটনা, প্রায় সম্পূর্ণ ডাইনোসরের হাড় (Dinosaur Bones) আবিষ্কার চিনে

বিরল ঘটনা, প্রায় সম্পূর্ণ ডাইনোসরের হাড় (Dinosaur Bones) আবিষ্কার চিনে

Dinosaur Bones আবিষ্কার চিনে

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

বিরল ঘটনা, প্রায় সম্পূর্ণ ডাইনোসরের হাড় (Dinosaur Bones) আবিষ্কার চিনেdinosaur skeleton

Dinosaur Bones : দক্ষিণ পশ্চিম চিনে এক ডাইনোসরের জীবাশ্ম (fossil) আবিষ্কার করলেন বিজ্ঞানীরা (Paleontologists)। এই জীবাশ্ম প্রায় ৭০ শতাংশ অক্ষত রয়েছে। জুরাসিক পিরিয়ডের (Jurassic period) এই ডাইনোসরের দৈর্ঘ্য ছিল ৮ মিটার। এর বয়স প্রায় ১৮০ মিলিয়ন বছর বা ১৮ কোটি বছর পুরনো।

মে মাসের শেষের দিকে দক্ষিণ চিনের ইউনান প্রদেশের (Yunnan) লুফেংয়ে (Lufeng) এই জীবাশ্ম আবিষ্কার হয়। এই দুর্দান্ত আবিষ্কারের পরে, ডাইনোসর জীবাশ্ম সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মীরা (Dinosaur Fossil Conservation and Research Center) অবশিষ্ট হাড়ের ক্ষয়ক্ষতি রোধে জরুরি খননকাজ শুরু করেন। জানা গিয়েছে এই অঞ্চলে মাটির ক্ষয় হওয়ার প্রবণতা রয়েছে। তাই দ্রুত কাজ সম্পাদন করার দিতে মনোনিবেশ করেছেন তাঁরা।

ফেং শহরের ডাইনোসর জীবাশ্ম সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের প্রধান ওয়াং তাও (Wang Tao) বলেছেন, জীবাশ্মটি লুফেনগোসরস (Lufengosaurus) প্রজাতির এক ডাইনোসরের। এর জীবাশ্ম পাওয়া খুব বিরল ঘটনা। এই জীবাশ্মকে জাতীয় সম্পদ (national treasure) বলে বর্ণনা করেছেন তিনি।

ওয়াং তাও আরও বলেছেন, ডাইনোসরের সম্পূর্ণ জীবাশ্মের সন্ধান পাওয়া সারা বিশ্বের মধ্যে বিরল। বছরের পর বছর ধরে যে জীবাশ্ম আবিষ্কৃত হয়েছিল তার উপর ভিত্তি করে এতদিন গবেষণা চালানো হয়েছে। তাদের লেজ এবং উরুর হাড়ের উপরে গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা সিদ্ধান্তে এসেছিলেন দৈত্যাকৃতির লুফেনগোসরাস জুরাসিক যুগের প্রথম দিকে বর্তমান ছিল।

Group Cards
Google News View Now

আবিষ্কারের জায়গায় খননকারীদের তোলা ছবিতে দেখা যাচ্ছে শ্রমিকরা কঙ্কাল থেকে লাল মাটি সাফ করছেন। লুফেনগোসরাস হল ম্যাসোসপন্ডিলাইড ডাইনোসরদের (massospondylid dinosaurs) একটি প্রজাতি। জুরাসিক যুগে দক্ষিণ পশ্চিম চিনে ছিল এদের বাসস্থান।

২০১৭ সালে এই প্রজাতির খবর আন্তর্জাতিক সংবাদে স্থান পেয়েছিল। তখন বিজ্ঞানীরা একটি লুফেনগোসারাসের জীবাশ্মের পাঁজরে কোলাজেন প্রোটিন (collagen protein) পেয়েছিলেন। ওই ডাইনোসরের জীবশ্মের বয়স ছিল ১৯৫ মিলিয়ন বছর।

তবে এই বছর চিনে এটিই একমাত্র উল্লেখযোগ্য ডাইনোসরে ফসিলের সন্ধান নয়। জানুয়ারিতে ১২০ মিলিয়ন বছর পুরনো এক জীবাশ্মের সন্ধান পেয়েছিলেন বিজ্ঞানীরা। তার মাধ্যমে ডাইনোসর এবং আধুনিক পাখির মধ্যে যোগসূত্র আবিষ্কৃত হয়েছিল।

গবেষকরা জীবাশ্ম বিশ্লেষণ করে সেটিকে প্রজাতিটিকে ‘ওলং বোহেনেসিস’ (Wulong bohaiensis) বা ‘দ্য ডান্সিং ড্রাগন’ (the dancing dragon) প্রজাতিভুক্ত বলে দাবি করেন। এটি পাখি এবং ডাইনোসরের একটি অদ্ভুত মিশেল ছিল। চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা বলেছেন যে ডাইনোসরটি ছিল দীর্ঘ। এর লেজ ছিল হাড়যুক্ত। এর দেহ ছিল পালক দিয়ে আবৃত।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular