HomeGovt SchemesCorona Patient's oxygen level (O2) is low, How do you Understand?

Corona Patient’s oxygen level (O2) is low, How do you Understand?

করোনা শ্বাস প্রশ্বাস জনিত একটি রোগ। করোনা সরাসরি আমাদের ফুসফুসকে (lungs) ক্ষতিগ্রস্ত করে।

Corona Patient’s oxygen level (O2) is low, How do you Understand?

Corona Patient’s oxygen level: The corona has put its paw in India. Lack of hospital beds and lack of oxygen is causing problems to many patients with corona. Because the supply of oxygen in the country is less than the need.

We have lost many covid (Covid 19) citizens due to low oxygen levels and not getting oxygen on time. Therefore, it is necessary to regularly monitor the oxygen level of the patient affected by corona.

Corona is a respiratory disease. Corona directly damages our lungs. So in many cases, the level of oxygen in the blood decreases. Therefore, when the level of oxygen in the blood decreases, the cells of the body do not get the required oxygen, thus disrupting the normal functioning of the body.

As a result, various organs of the body stop working. There is no question that coronary patients will always have low oxygen levels. If the level of infection is low, symptoms like mild fever, runny cough, loss of taste and smell may occur.

But patients who have difficulty breathing are more likely to have low oxygen levels. When the oxygen level decreases, there are problems in breathing. Symptoms such as chest pain can also be seen when oxygen is depleted. If such symptoms occur, he should never be taken lightly.

If necessary, with the advice of a doctor, hospitalization should be arranged if necessary. When the level of oxygen in the body decreases, the normal functioning of the body is disrupted and as a result, mental problems like doubt and lack of attention can also occur.

Decreased oxygen levels can lead to bruising or discoloration of the lips. Which is known as cyanosis. Decreased oxygen levels in the body reduce hemoglobin levels. these symptoms occur, a doctor should be consulted immediately.

If necessary, you may have to be admitted to the hospital. If oxygen cylinders can be arranged at home, then it is very good. The patient’s oxygen level should be measured frequently with an oximeter.


করোনা শ্বাস প্রশ্বাস জনিত একটি রোগ। করোনা সরাসরি আমাদের ফুসফুসকে (lungs) ক্ষতিগ্রস্ত করে। তাই অনেক ক্ষেত্রেই রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। তাই রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে দেহের কোষগুলি প্রয়োজনীয় অক্সিজেন পায় না, ফলে দেহের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হয়।

এর ফলে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। করোনা রোগীদের সব সময়ই যে অক্সিজেনের মাত্রা কমে যাবে এরম কোনো কথা নেই। সংক্রমণের মাত্রা অল্প হলে সামান্য জ্বর, সর্দি কাশি, স্বাদ গন্ধ চলে যাওয়ার মত উপসর্গ দেখা দিতে পারে। কিন্তু যে সব রোগীদের শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয় তাদেরই অক্সিজেন লেভেল কমে যাওয়ার সম্ভাবনা থাকে।

অক্সিজেন লেভেল কমে গেলে শ্বাস প্রশ্বাসে নেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। অক্সিজেন কমে গেলে বুকে ব্যথার মত উপসর্গও দেখা যেতে পারে। এই রকম উপসর্গ দেখা দিলে কখনই তাকে হালকা ভাবে নেওয়া উচিত নয়। তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনে হসপিটালে ভর্তি করা ব্যবস্থা করতে হবে। শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে শরীরের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হয় ফলে সংশয়, মনোসংযোগে অভাবের মত মানসিক সমস্যাও দেখা দিতে পারে।

অক্সিজেন লেভেল কমে যাওয়ার ফলে ঠোঁটে নীলচে ভাব বা ঠোঁট বিবর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। যা সায়ানোসিস (cyanosis) নামে পরিচিত। দেহে অক্সিজেন কমে যাওয়ার ফলে দেহে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এই উপসর্গ গুলি দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে হসপিটালে ভর্তিও করতে হতে পারে। যদি বাড়িতে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা যায় তবে তো খুবই ভালো। ঘন ঘন অক্সিমিটার দিয়ে রোগীর অক্সিজেনের মাত্রা পরিমাপ করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular