‘Clone train’ launched at Howrah branch on 5th July.
Howrah Root এ শুরু হতে চলেছে “Clone Train”। এই ট্রেন গোটা দেশে অনেক জায়গাতেই চলে। এবার যাত্রীদের চাহিদা বৃদ্ধির কথা মাথায় রেখে Howrah Root এ এই ধরনের Train service চালু করতে চলেছে Eastern Railway। যে যে রুটে যাত্রী অনেক বেশি, সেই root গুলিতে এই ক্লোন ট্রেন চালানোর পরিকল্পনা করছে Eastern Railway Authority।
What is Clone Train?
Normally ক্লোন শব্দটির অর্থ কোনও জিনিসের নকল। আসল বস্তুর সঙ্গে ক্লোনের কোনও ফারাক না হলেও সেটি আসল বস্তুর থেকে different। একই ভাবে ক্লোন ট্রেন হল একটি নির্দিষ্ট Train-র duplicate একটি ট্রেন।
Read More: Download and Install Windows 11: How to install Windows 11 on your PC?
সেক্ষেত্রে Train-র no., Root থেকে Start করে Timing সব এক থাকবে। তবে সেই ট্রেনটি Original ট্রেন নয়। Covid-19-র সময়ে বিভিন্ন রুটে যাত্রীদের চাহিদা বেড়ে যাওয়ায় এই ধরনের সিদ্ধান্ত । এবার Howrah Branch এ ও সেই ধরনের ট্রেন চালু করতে চলেছে Eastern Railway।
Read More: ISI Recruitment 2021: for Engineer, Engineering Assistant, Assistant, and Other Posts, Apply Online
Primarily, Howrah-Bhagalpur রুটে চালু হবে ক্লোন ট্রেন। Kolkata Living বিহারের বাসিন্দাদের মধ্যে Rail-র Ticket-র চাহিদা অনেক বেশি, । এই কারণে ৫ জুলাই থেকে এই ক্লোন ট্রেন পরিষেবা চালু করা হবে।