HomeGovt SchemesChandannagar: এক রাক্ষসী স্বপ্নে এসে বলে পুজো করতে | ‘রাক্ষুসে বাড়ি’-তে পুতনার...

Chandannagar: এক রাক্ষসী স্বপ্নে এসে বলে পুজো করতে | ‘রাক্ষুসে বাড়ি’-তে পুতনার পুজো চলছে চার পুরুষ ধরে |

Chandannagar: এক রাক্ষসী স্বপ্নে এসে বলে পুজো করতে | ‘রাক্ষুসে বাড়ি’-তে পুতনার পুজো চলছে চার পুরুষ ধরে |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Chandannagar: A demon came in a dream to worship Putna’s puja is going on in ‘Raksuse Bari’ for four men


Chandannagar: দেবতারা স্বপ্নে এসে পুজো প্রচলন করতে বলেন | কিন্তু রাক্ষসী এল স্বপ্নে! এমনকি বলল তার পুজো করতে। এমন উদাহরণ রয়েছে চন্দননগরের রাক্ষুসে বাড়ি-তে। Hoogly District-র এই শহরের নিচুপট্টি এলাকার অধিকারী বাড়িতে প্রবেশ করলেই নজরে পড়বে Statue of the demon। তার দুটো চোখ জ্বলছে। বড় দুটি দাঁত রয়েছে।

দেখলে ভক্তির চেয়ে ভয় লাগে বেশি। সেই Demon-র মূর্তিতেই ভক্তি ভরে পুজো দেওয়া হয় নিত্য। এছাড়াও মন্দিরে রয়েছেন রাধাগোবিন্দ, জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা।

Read More: Arambagh Girls’ School HS Result 2021: উচ্চ মাধ্যমিকের ফল পরিবর্তন! আরামবাগের স্কুলে ১৩৭ ছাত্রীর নম্বর বাড়ল |

সকলেরই নিত্য পুজো হয়, ভোগও দেওয়া হয়। বাড়িটির খ্যাতিএই বিশেষ বৈশিষ্ট্যের কারণেই । এই Temple অনেকেই দেখতে আসেন ।অধিকারী বাড়িতে, জগদ্ধাত্রী পুজো ও রথের সময় সবথেকে বেশি লোক সমাগম হয় ।

Group Cards
Google News View Now

gh 1 2

রাক্ষসীর মূর্তির কোলে রয়েছেন শিশু কৃষ্ণ। কংসপুতনাকে পাঠিয়েছিল কৃষ্ণকে মারতে ।পুতনা বিষ মাখানো স্তন্যপান করিয়ে কৃষ্ণকে মারার চেষ্টা করেছিল । সেই Mythology-র অনুষঙ্গ বহন করে চলা এই মূর্তি প্রতিষ্ঠিত হয় বর্তমান প্রজন্মের 4পুরুষ আগে। রাধাগোবিন্দ মন্দির প্রতিষ্ঠা হয় এই অধিকারী বাড়িতেই চন্দননগরে ফরাসিদের আগমনের আগে। তার পর স্বপ্নাদেশ পেয়ে বর্তমান পুরুষ গৌর অধিকারীর দাদু রাক্ষসী মূর্তি প্রতিষ্ঠা করেন।

Read More: Private trains on India full list of routes, time-table | Privatization of Indian Railways
History and folk culture-র ইতিহাস বহন করে চলা এই Temple-র কাঠামো আজ আর আগের মতো পোক্ত নেই। অধিকারী পরিবারের সদস্যরা ভগ্নপ্রায় এই দেউলকে নিয়ে তাই আপাতত চিন্তায় আছেন । কিন্তু স্থানীয়রা মনে করছেন এই বহু পুরোনো মন্দিরের সংস্কার প্রয়োজন। Administration-রএই বিষয়ে এগিয়ে আসা উচিত । কারণ, এই মন্দিরের সঙ্গে প্রাচীন এক ঐতিহ্য জড়িয়ে আছে ।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular