বাড়ির থেকে বিয়ে দিয়ে দিতে চাইছে, কিন্তু আমি পড়তে চাই”.আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন,(Beti Padhao Beti Bachao):
Smart Update24,By Swastika Paul: বাড়ির থেকে বিয়ে দিয়ে দিতে চাইছে, কিন্তু আমি পড়তে চাই”….
বেশিরভাগ মেয়েরা এমন কথা বলে থাকে কোনো না কোনো সময়, বিয়ে দিয়ে দিচ্ছে মানে? আমি না চাইলে, আমার বিরুদ্ধে গিয়ে কেউ আমার বিয়ে জোর করে দিতে পারে না, সে বাবা মা হলেও পারে না। এটা একটা ক্রাইম, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, বাবা মাকে বোঝাও, পারলে থানায় ডায়রি করো, মহিলা কমিশনে অভিযোগ জানাও.
আমি পারি না, আমি পারবো না বলে কিচ্ছু হয় না, নিজের ভেতর জেদ বাড়াও, নিজের ভেতর আগুন জ্বালাও। তোমার জীবন শুধু তোমার, আর কারোর নয়, তোমার বাবা মার, প্রেমিক, বরের, বাচ্চার কারোর নয়, শুধু তোমার জীবন.
বাবা মা, সংসার, স্বামী, বাচ্চা তোমার দায়িত্ব হতে পারে, যা তোমাকে পালন করতে হবে কিন্তু তোমার গোটা জীবন নয়. তোমার জীবন সেটাই, যেটা তুমি প্রতিদিন বাঁচছো, কাঁদছো, ভাঙছো, আবার নিজেকে গড়ছো।তোমার জীবন সেটাই, যেটা তুমি স্ট্রাগল করছো, রোদে পুড়ে বৃষ্টি ভিজে লড়াই করছো,
মাঝরাতে একলা ট্রেনে ফিরছো, ভোর বেলায় আবার বেরিয়ে যাচ্ছ. প্রেম করা, সম্পর্কে যাওয়া, ব্রেকআপ এগুলো জীবনের পার্ট, গোটা জীবন নয়। এগুলোর জন্য ভেঙে না পড়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। আর্থিক ভাবে স্বচ্ছল হওয়ার চেষ্টা করো, চাকরি করো, ব্যবসা করা, আর যদি কিচ্ছু না পারো, তাহলে পাড়ার মোড়ে চা বিক্রি করো, কিন্তু প্লিজ কিছু করো.
শুনতে হাস্যকর মনে হচ্ছে তো! আমি দেখেছি, আমাদের এখানে একটি মেয়ে উচ্চশিক্ষিতা হয়েও চাকরি না পাওয়ায় মোমোর দোকান খুলে বসেছে। মেয়েটি আমায় বললো সেদিন, “দিদি আমি টাকা রোজগার না করে বিয়ে করবো না, সে আমার বয়স যতই হোক না কেন! আমার টাকা দরকার,
যাতে আমি নিজের ইচ্ছেয় বাঁচতে পারি”. এই জেদটা প্রতিটা মেয়ের ভেতর আমি দেখতে চাই, আগে টাকা রোজগার করো, তারপর সংসার করার কথা ভাববে। বাড়ির থেকে জোর করে বিয়ে দিলে বাড়ির বিরুদ্ধে লড়াই করো, প্রেমিক বিয়ের জন্য জোর করলে সেই প্রেমিককে ছেড়ে দাও।
যাদের আগেই বিয়ে হয়ে গেছে, তারা এখন মানে বিয়ের পর রোজগার করো, যে শশুর বাড়িতে বৌকে চাকরি করতে দেবে না, সেই শশুর বাড়ি ছেড়ে দাও. বাইরে জেতা সহজ, ঘরের লোকের সাথে জেতা কঠিন। যারা ঘরের লোকের সাথে যুদ্ধে জিতে যায়, তাদের ভেতর একটা আত্মবিশ্বাস কাজ করে, একটা অহংকার কাজ করে।
যে আত্মবিশ্বাসের ডানায় ভর করে, যে অহংকার বুকে নিয়ে মানুষ অনেক বড় থেকে বড় যুদ্ধ হাসতে হাসতে জিতে যায়. যে শাড়ির আঁচলে এতদিন চাবির গুচ্ছ বাঁধা ছিল, সেই শাড়ির আঁচল কোমরে গুঁজে এবার রাস্তায় নামো। দেখবে, জীবনটা আরো বেশি সুন্দর. লড়াই করো, প্লিজ লড়াইটা করো