PUBG Mobile অ্যাকাউন্টের সব ডেটা Battlegrounds Mobile India-তে ট্রান্সফার করবেন কী ভাবে? জানুন
17 জুন ভারতে Battlegrounds Mobile India গেমের প্রথম বিটা ভার্সন লঞ্চ হয়েছে। যে কোনও বিটা টেস্টার প্লে স্টোর থেকে এই গেম ডাউনলোড করতে পারবেন। সেই সঙ্গেই আবার নতুন এই গেমে নিজের PUBG Mobile-এর অ্যাকাউন্ট ডেটাও ট্রান্সফার করতে পারবেন গেমাররা।
যদিও, যে সব প্লেয়ারের PUBG Mobile ডেটা Google Play Games-এর সঙ্গে সিঙ্ক করা ছিল, তাঁরা পুরনো ডেটা রিট্রিভ করতে পারবেন না। এখন আর এম্বেডেড ব্রাউজারের মাধ্যমে সাইন ইন করে ডেটা রিট্রিভ করতে দেয় না Google।
আর সেই কারণেই Google সার্ভারে সিঙ্ক থাকা ডেটা রিট্রিভ করা যাবে না। যদিও, যে সব খেলোয়াড় Facebook ও Twitter অ্যাকাউন্টের মাধ্যমে নিজের PUBG Mobile গেম ডেটা সেভ করেছিলেন তাঁরা সহজেই সেই গেমের ডেটা Battlegrounds Mobile India-তে ট্রান্সফার করতে পারবেন।
তবে, আপনি নিজের Facebook অথবা Twitter অ্যাকাউন্ট ব্যবহার করে নিজের অ্যাকাউন্ট ডেটা ট্রান্সফার করতে চাইলে এখনও একটি উপায় রয়েছে। কী সেই উপায়? জেনে নেওয়া যাক।
PUBG Mobile ডেটা Battlegrounds Mobile India-তে ট্রান্সফারের উপায় –
ডেটা সিঙ্ক করে নতুন গেমে নিয়ে আসতে প্রয়োজন একটি Facebook অথবা Twitter অ্যাকাউন্ট। আর সেই কারণেই PUBG Mobile গ্লোবাল এডিশন গেম ওপেন করে Google Play Games ছাড়াও Facebook অথবা Twitter আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট সিঙ্ক করতে হবে। তার জন্য আপনাকে ফের একবার PUBG Mobile গ্লোবাল ভার্সন ওপেন করতে হবে। কিন্তু ভারতে এই গেম যে নিষিদ্ধ। তাহলে উপায়? দুটি উপায়ে এই কাজ করতে পারেন। কী কী কাজ, জেনে নিন –
1) বিদেশে কোনও পরিচিতের সাহায্য নিয়ে – ভারতের বাইরে অন্য কোনও দেশে পরিচিত কেউ থাকলে তাঁর সাহায্য চাইতে পারেন। সেই ব্যক্তিকে নিজের মোবাইলে PUBG Mobile গেম সাময়িকভাবে ইনস্টল করে আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। এবার গেমের মধ্যে Settings /Basic বিভাগে গিয়ে ‘Linked’ ওপেন করতে হবে।
এখানে একটি + বাটন দেখা যাবে। সেখানে ক্লিক করে, আপনার Facebook অথবা Twitter অ্যাকাউন্টে লগ ইন করলেই, সেই গেমের সব ডেটা আপনার Facebook অথবা Twitter অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এবার Battlegrounds Mobile India গেমে আপনি সেই PUBG Mobile-এর ডেটা নিজের ফোনে ফিরিয়ে আনতে পারবেন। আপনার ফোন থেকে Battlegrounds Mobile India ওপেন করে Settings/Basic/Account Transfer বিভাগে গিয়ে Facebook অথবা Twitter অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন।
More: গোপনে চিনের সার্ভারে ডেটা পাঠাচ্ছে BMI, তুঙ্গে বিতর্ক!
এই পদ্ধতির জন্য আপনার Google, Facebook ও Twitter অ্যাকাউন্টের লগইন ডিটেইলস প্রিয়জনের হাতে তুলে দিতে হবে। তাই, শুধুমাত্র বিশ্বাসযোগ্য মানুষের কাছেই এই সাহায্য চাইতে পারেন। কাজ শেষ হলে সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে দিন। সঙ্গে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল করে দিন।
2) VPN ব্যবহার করে (শুধুমাত্র Android গ্রাহকদের জন্য) – যে কোনও VPN ডাউনলোড করে, নিজের ফোনে VPN কানেকশন অন করে, PUBG Mobile ওয়েবসাইট থেকে APK ডাউনলোড করে ইনস্টল করুন। এবার নিজের Google Play Games অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করুন। তার পরে আপনার Facebook অথবা Twitter অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করুন PUBG অ্যাকাউন্ট।
সিঙ্ক শেষ হলে ফোনে Battlegrounds Mobile India ডাউনলোড করে PUBG Mobile-এর সব ডেটা নতুন গেমে নিয়ে আসুন। তার জন্য BGMI গেমের Settings/Basic/Account Transfer বিভাগে গিয়ে Facebook অথবা Twitter অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করুন।
ট্রান্সফারের পরে কী করবেন (Battlegrounds Mobile India)?
একবার PUBG Mobile-এর ডেটা Battlegrounds Mobile India গেমে ট্রান্সফার হয়ে গেলে আর PUBG Mobile-এ সেই অ্যাকাউন্ট ব্যবহার করে খেলতে পারবেন না। সে ক্ষেত্রে PUBG Mobile-এ একই অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করতে গেলে Error মেসেজ দেখাবে।
এছাড়াও PUBG Mobile-এর সব ডেটা BGMI গেমে আসবে না। অ্যাপিয়ারেন্স, আনলকেবল, টাইটেল , ক্লোদিং আইটেম ট্রান্সফার হলেও আপনার ফ্রেন্ড লিস্ট ট্রান্সফার হবে না।