Artificial Leaf (গাছের পাতা) – যা Co2 কে জ্বালানি হিসাবে ব্যবহার করতে সক্ষম | জেনে নিন বিস্তারিত |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Smart Update24 , by Swastika Paul

ARTIFICIAL LEAF 33

 


আমরা সবাই চাই সুস্থ জীবন যাপন করতে | কিন্তু যে পরিমানে বায়ুতে কার্বন ডাই অক্সাইড এর পরিমান বাড়ে চলেছে তাতে আমাদের অক্সিজেন কিনতে হবে এই দিন আসতে খুব বেশি দেরি নেই | এই কথা মাথায় রেখে বিজ্ঞানীরা অনেক দিন ধরেই গবেষণা করছেন | অবশেষে স্বস্তির নিঃশ্বাস | এবার কার্বন ডাই অক্সাইড এর ভারসাম্য বজায় রাখতে চলেছে Artificial Leaf | অপর দিকে ওজোন স্তরের  ক্ষতিপূরণ রোধ করা যাবে | এই কৃত্রিম পাতা কার্বন ডাই অক্সাইড কে ইথানল এ পরিবর্তন করবে যা জ্বালানিতে সাহায্য করবে | সাধারণত পাতা গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করে কিন্তু কৃত্রিম পাতা মিথানল ও অক্সিজেন উৎপন্ন করবে |artificial leaf 3jpgএকদিকে এটী কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ কমাবে অন্যদিকে এটি জ্বালানি তৈরি করতে সাহায্য করবে | ফলে বড় বড় কোম্পানি থেকে বেরোনো কার্বন এর পরিমাণ কমানো যাবে|

Group Cards
Google News View Now

গাছের পাতা যেমন সূর্যালোকের সহায়তায় Co2 ব্যবহার করে খাদ্য তৈরি করে তেমনি এই Artificial Leaf সূর্যালোকের সহায়তায় সিন্থেটিক গ্যাস বা কৃত্রিম গ্যাস তৈরি করবে। এই সিন্থেটিক গ্যাসকে সংক্ষেপে বলা হয় সিনগ্যাস | যখন এটাকে জলে রাখা হয় তখন একদিকে অক্সিজেন উৎপন্ন করে এবং অন্যদিকে Co2 এবং জলকে কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন এ রূপান্তরিত করে, পরবর্তীতে এই গ্যাস দুটিকে একত্রে করে SYNGAS (সিনথেটিক গ্যাস) প্রস্তুত করা হয়।


এছাড়া বিশেষভাবে প্রক্রিয়াজাত করে পেট্রোলের বিকল্প হিসেবে এটি ব্যবহার করা যাবে।  গবেষকদের প্রধান Cambridge University -র রসায়ন বিভাগের অধ্যাপক আরউইন রেইসনার জানান, Co2, জল ও সূর্যালোকের সহায়তায় জ্বালানি তৈরি করা হলে বাইরের আবহাওয়ায় কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমিয়ে আনা যাবে। ফলে পরিবেশ দূষণও কমানো যাবে | বিজ্ঞানীরা আরো বলেন যে , সাধারণ গাছের পাতা থেকে ১০ গুণ বেশি এই কৃত্রিম পাতা কার্বন ডাই অক্সাইড কে জ্বালানিতে রূপান্তরিত করতে সক্ষম|


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান | বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । 

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here