Arambagh: HS Result 2021: High school results change! The number of 137 students in Arambagh school has increased
Arambagh: Hoogly জেলার Arambagh Girls’ High School উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার দিন Student এবং অভিভাবকদের বিক্ষোভে উঠেছিল Result-র দিন অভিযোগ উঠেছিল, বিদ্যালয়ের 137 জন Student-র নম্বর কম এসেছে। 2দিনের মধ্যে 137 জনেরই ফল সংশোধন।
Arambag-র ওই School টিতে এ বার Higher Secondary-র ফল প্রত্যাশী ছিলেন 260 জন ছাত্রী। 137 জন ছাত্রী অভিযোগ তোলেন, তাঁদের নম্বর প্রত্যাশার চেয়ে কম। Studen-রা এবং অভিভাবকরা এ নিয়ে স্কুল চত্বরে বিক্ষোভও দেখান ।
Read More: Private trains on India full list of routes, time-table | Privatization of Indian Railways
তার 2 দিনের মাথায় School-র তরফে 137 জনের হাতে সংশোধিত Marksheet তুলে দেওয়া হয় । ছাত্রীরা খুশি নতুন সংশোধিত মার্কশিট পেয়ে।
First time result, ওই স্কুলের Science-র ছাত্রী দেবলীনা দাস পেয়েছিলেন 463। সংশোধনের পর পেয়েছেন 482। Science-র মধুবন সরকারও পেয়েছেন 482। দেবলীনা বলছেন, ‘‘আমার নম্বর প্রথমে ওটাই আসার কথা ছিল। আশা করেছিলাম যে এটাই পাব।
মধুবন বলছেন, ‘‘এত দ্রুত ফল সংশোধিত হওয়ায় ভাল লাগছে। এক অভিভাবক গৌতম দাসের কথায়, ‘‘ওদের Secondary & Higher Secondary-র ফল নিয়ে হিসাব করে আমরা ধারণা করেছিলাম, কী Result হতে পারে। তার থেকে কম আসায় আমরা হতাশ হয়ে পড়েছিলাম, বিক্ষোভ দেখিয়েছিলাম। কিন্তু এখন আমরা সন্তুষ্ট।
Read More: Work from Wedding! বিয়ের মণ্ডপে, কোলে ল্যাপটপ নিয়ে তখনও কাজে মগ্ন বর | পড়ুন বিস্তারিত |
School Headmistress, রাজশ্রী দে বলছেন, ‘‘পুর প্রশাসক তথা School Committee-র Chairman-র সহযোগিতা, আমাদের তৎপরতা এবং সব কর্মীর সহযোগিতায় এই কাজটা করা গিয়েছে। আমরা নির্দিষ্ট সময়ে Marks পাঠিয়েছিলাম। 137 জন ছাত্রীর ফলের হিসাবে সমস্যা হয়েছিল। তা মিটে গিয়েছে।