46 বছর আগের হারানো পার্স ফিরে পেলেন এক মহিলা, ফিরিয়ে দিলো Facebook
Facebook: এ ধরাধামে অসম্ভব বলে বোধহয় কিছুই নেই। নাহলে বাড়িতে বসে কিভাবে নিজের হারানো পার্স ফিরে পেতে পারেন এক নারী! তাও যে পার্স (Wallet) এক বা দু’দিন আগে নয়, হারিয়েছিল প্রায় ৪৬ বছর আগে। অবিশ্বাস্য লাগলেও এমনই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় (California)। হারানো পার্সের (Wallet) মালিকের নাম কলিন ডিস্টিন (Colleen Distin) ।
জানা যায়, ১৯৭৫ সালে একটি মুভি থিয়েটারে তিনি এই পার্সটি হারিয়েছিলেন। সেই থিয়েটারটিরই রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। তখনই খুঁজে পাওয়া যায় পার্সটি।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, টম স্টিভেনস্ নামের এক কর্মী পার্সটি খুঁজে পান। তিনি থিয়েটারের এক পাশে পার্সটিকে পড়ে থাকতে দেখেন। পার্সটি খুলতেই অবাক হয়ে যান তিনি। না, এই পার্সে কোনো টাকা ছিল না। তবে তা থেকে উদ্ধার হয়, কনসার্ট টিকিট (Concert Ticket) এবং একটি ড্রাইভিং লাইসেন্স (Driving License)। এই ঘটনা বেশ কয়েকজনকে জানান স্টিভেন। তারপর থিয়েটারের ফেসবুক (Facebook) পেজে পার্সের ছবি পোস্ট করে মালিকের খোঁজ শুরু হয়।
থিয়েটারের ফেসবুক (Facebook) পেজে ছবিসহ তিনি লেখেন,
‘কেউ কি কলিন ডিস্টিনকে চেনেন? ’ তারপর আরও বলেন, ‘যখন আমরা রক্ষণাবেক্ষণের কাজ করছিলাম তখন তাঁর পার্সটি খুঁজে পাই। তাতে সেই সময়ের বেশ কিছু ছবি রয়েছে। তাই আপনি কি কলিন, বা আপনি কি কলিনকে চেনেন? যদি চিনে থাকেন বা আপনিই কলিন হন, তাহলে এই পোস্টের নিচে একটি কমেন্ট করুন। আপনার সাহায্যের জন্য আমরা তৈরি।’
এ বিষয়ে পার্সের মালিক কলিন জানান,
সোশ্যাল মিডিয়ায় (Social Media) পার্সের ছবি পোস্ট হওয়ার পর থেকেই বহু লোকের কাছ থেকে তিনি খবর পান। এমনকি ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। এবং এই পোস্টের কয়েক ঘণ্টা পর তিনি জানিয়েছিলেন, পার্সটি আসলে তাঁর। যে পার্স হারিয়েছিল আজ থেকে ৪৬ বছর আগে। সাল ১৯৭৫-এ।