Smart Update24 , by Swastika Paul
Pilot | ধরুন আপনি বাইরে কোথাও ঘুরতে গেছেন সেখানকার মানুষের ভাষা র আপনার ভাষা একি নই | কিন্তু আপনি যদি তার ভাষা বুঝতে না পারেন তাহলে আপনার নাজেহাল অবস্থা হবে | ঠিক সেই মুহূর্তে আপনাকে সাহায্য করার জন্য কেউ একজন কে দরকার |এই কথা মাথায় রেখে বিজ্ঞানীরা তৈরি করেছেন Pilot নামের এক পরিধানযোগ্য যন্ত্র | যা আপনাকে যেকোনো ভাষাকে আপনার ভাষায় রূপান্তর করতে সক্ষম | এটি কমপক্ষে 15 টি ভাষা কে রূপান্তর করতে সক্ষম| কিন্তু আপনি যদি এর থেকে বেশি ভাষা চান তাহলে আলাদা করে অর্ডার দিতে পারেন | New York এর Waverly Labs এর তৈরী Pilot নামের একটি Smart Earpiece হলো সেই ডিভাইস যেটি আপনার কানের কাছে বলে দেবে আপনার বোধগম্য ভাষায় | Real Time Translation এর জন্য বর্তমান Technology অনেকটা এগিয়ে চলেছে | কিন্তু বিশ্বে এই প্রথমবার Wearable Translator যা টেকনোলজি তে অনেক বড় পাওয়া | এই ডিভাইস টির সাথে কোনো internet বা Wi-Fi যুক্ত করার দরকার নেই| শুধুমাত্র Bluetooth কানেক্ট থাকলেই হবে | এই ডিভাইসটির সাথে আপনি পেয়ে যাবেন একটি app যা Speech recognition, Machine translation এবং Speech synthesis এর মাধ্যমে আপনাকে যেকোনো ভাষাকে রূপান্তর করতে সাহায্য করবে | শুধুমাত্র আপনার ফোনের Bluetooth এর সাথে কানেক্ট রাখা জরুরী |
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।