Raspberry Pi -প্রেমীদের জন্য পাই’জুস নিয়ে এল সুখবর | পড়ুন বিস্তারিত |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Smart Update24, by Swastika Paul

pi2

 


Raspberry Pi বা কোন রিমোট প্রজেক্ট এ সহজেই শক্তি সরবরাহের জন্য বাজারে এলো পাইজুস। এতে রয়েছে Motorola BP7X 1820mAh ফোন ব্যাটারী।যা একটি লিথিয়াম আয়ন ব্যাটারি।যার ফলে এটি সহজেই এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যাবে।ব্যাটারী ড্যামেজ বা নষ্ট হয়ে গেলে অতি সহজেই নতুন ব্যাটারী লাগিয়ে সরবরাহ সিস্টেমটিকে পুনরায় চালু করা যাবে।অনেক বেশি এপ্লিকেশন চালানোর প্রয়োজন হলে কিংবা ব্যাটারী ড্রেইনিং হয় এমন এপ্লিকেশন বেশি থাকলে সাথে বহন করা যাবে অতিরিক্ত ব্যাটারী ও।

Group Cards
Google News View Now

এতে রয়েছে STM32-F0 অনবোর্ড মাইক্রোকন্ট্রোলার চিপ,রিয়াল টাইম ক্লক এবং একটি পাই সফটও্যার যাতে করে পাওয়া যাবে কিছু অতিরিক্ত সুবিধা।এই অতিরিক্ত সুবিধা পাও্যার জন্য ব্যবহারকারীকে প্রথমেই পাইজুস এর সাথে সরবরাহ করা সফটও্যার টি ইন্সটল করে নিতে হবে।তারপর রাসপিয়ান ডেস্কটপ এ ছোট একটি ব্যাটারী আইকন দেখা যাবে।আইকনটি তে ক্লিক করলেই পাইজুস এর ব্যাটারী পার্সেন্টেজ এবং অন্যান্য কনফিগারেশন সেটিংস দেখতে পাওয়া যাবে।

 


বৈশিষ্ট্য :

  1. অনবোর্ড 1820 mAh “off the shelf” Lipo / LiIon battery যা টানা ৬ ঘন্টা ব্যবহারকরা যাবে(with support for larger Lipo Battery of 5000 or 10,000 mAH+ to last up to 24 hrs +)
  2. নিরবচ্ছিন্ন শক্তি সরবরাহ সমাধান
  3. Raspberry-pi , A+, B+, 2B এবং 3B এতে পাইজুস ব্যবহার করা যাবে। রিয়াল টাইম ক্লক
  4. অনবোর্ড অন/অফ সুইচ
  5. প্রোগ্রামএবল মাল্টি কালারড আরজিবি লেড লাইট ব্যাটারীর চার্জ শেষ হয়ে আসলে এটি Deep-sleep mode এ চলে যেতে পারে। যাতে ক্যালেন্ডার অথবা অন্যান্য প্রোগ্রামগুলো সচল থাকতে পারে।
  6. ব্যাটারীর চার্জ কমে আসলে এটি নিজ থেকেই রাস্পেবেরি পাই কে বন্ধ করে দিতে পারে ।

পাইপ্রেমীরা পাই বোর্ড আনপ্লাগ করে এক্ষুণি পাইজুস লাগিয়ে নিতে পারেন।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here