কলকাতার বড় নার্সিংহোম নয়, হাঁটুর জটিল অপারেশন সম্ভব হল শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং হোমে।
knee surgery: বোলপুরের শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিংহোমে (santiniketan seba niketan) আজ অনুষ্ঠিত হলো হাটুর জটিল অপারেশন। এতদিন পর্যন্ত যে সমস্ত অপারেশনের জন্য কলকাতা সহ বিভিন্ন নামিদামি হসপিটাল ও নার্সিংহোমের দিকে দিকে তাকিয়ে থাকতে হত সাধারণ মানুষদের । সেরকমই এক বড় ধরনের হাটুর অপারেশন করে দেখাল বীরভূম জেলার বোলপুরের অবস্থিত শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিং হোম।
আজ সম্পূর্ণভাবে এই অস্ত্রোপচারটি সম্পূর্ণ হলো । বিখ্যাত সার্জেন Dr. Samiran Dey এর তত্ত্বাবধানে এই হাঁটুর লিগামেন্ট (knee surgery) সার্জারি ও মাইক্রো সার্জারি (Knee ligament surgery and micro surgery) অপারেশনটি সম্পন্ন হল শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিং হোমে। এই ধরনের জটিল অপারেশন কার্যত বীরভূম জেলায় প্রথম অনুষ্ঠিত হলো এমনটাই জানা গেছে ।
Read More : West Bengal No 1 Private ITI College – 2021, Sephali Memorial Private ITI
নার্সিংহোমে উন্নত ব্যবস্থা ও পরিকাঠামোগত সুযোগ-সুবিধা স্থাপনাই উচ্ছ্বাসিত ডাক্তার সহ নার্সিংহোমের সহকর্মী এবং বোলপুর এলাকাবাসী। এত বড় একটা অপারেশন এর সাফল্য এর জন্য খুশি ডাক্তারবাবু সহ নার্সিংহোম কর্তৃপক্ষ। এখানে যেকোনো ধরনের জটিল অপারেশনএর ও সমস্ত রকম উন্নত মানের সুযোগ-সুবিধা মিলবে বিশিষ্ট ডাক্তারদের তত্ত্বাবধানে এমনটাই জানান নার্সিংহোম কর্তৃপক্ষ।
বিশিষ্ট ডাক্তার সমীরণ দে জানান , বোলপুরে প্রথম এরকম ধরনের জটিল অপারেশন সম্পন্ন হলো এর আগে এমন অপারেশন হয়নি। এই প্রথম মাইক্রো সার্জারি করে হাঁটুর লিগামেন্ট রিপেয়ার করা হলো শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিং হোমে।
Read More : স্বাধীন ট্রাস্টের অন্তর্গত প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো জাতীয় স্তরের সেমিনার।
উল্লেখ্য, শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিংহোমের সম্পূর্ণ বিনামূল্যে , টেলিমেডিসিন পরিষেবা দেওয়া হয়। এই পরিষেবার মারফত আপনারা বাড়িতে বসেই , অনলাইনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেতে পারেন। শুধুমাত্র আপনাদের এই শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিংহোমের হেল্পলাইন নাম্বার এ কল করে বিস্তারিত জেনে নিতে হবে। উনারাই আপনাদের কি করে এই পরিষেবা পেতে পারেন জানিয়ে দেবেন।
শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিংহোমের Website : Click
এমন ধরনের উচ্চমানের চিন্তাধারা ও পরিষেবা দেবার জন্য আমরা শান্তিনিকেতন সেবা নিকেতন কে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।