HomeGovt Schemesবড় সাফল্য ,হাঁটুর জটিল অপারেশন সম্ভব হল বোলপুরের শান্তিনিকেতন সেবা নিকেতন...

বড় সাফল্য ,হাঁটুর জটিল অপারেশন সম্ভব হল বোলপুরের শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিংহোমে ।

বিখ্যাত সার্জেন Dr. Samiran Dey  এর তত্ত্বাবধানে এই হাঁটুর লিগামেন্ট (knee surgery) সার্জারি ও মাইক্রো সার্জারি  অপারেশনটি সম্পন্ন হল শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিং হোমে।

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

কলকাতার বড় নার্সিংহোম নয়, হাঁটুর জটিল অপারেশন সম্ভব হল শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং হোমে।

knee surgery: বোলপুরের শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিংহোমে (santiniketan seba niketan) আজ অনুষ্ঠিত হলো হাটুর জটিল অপারেশন। এতদিন পর্যন্ত যে সমস্ত অপারেশনের জন্য কলকাতা সহ বিভিন্ন নামিদামি হসপিটাল ও নার্সিংহোমের দিকে দিকে তাকিয়ে থাকতে হত সাধারণ মানুষদের । সেরকমই এক বড় ধরনের হাটুর অপারেশন করে দেখাল বীরভূম জেলার বোলপুরের অবস্থিত শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিং হোম।sebaniketan 1 e1604491591682

আজ সম্পূর্ণভাবে এই অস্ত্রোপচারটি সম্পূর্ণ হলো । বিখ্যাত সার্জেন Dr. Samiran Dey  এর তত্ত্বাবধানে এই হাঁটুর লিগামেন্ট (knee surgery) সার্জারি ও মাইক্রো সার্জারি  (Knee ligament surgery and micro surgery) অপারেশনটি সম্পন্ন হল শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিং হোমে। এই ধরনের জটিল অপারেশন কার্যত বীরভূম জেলায় প্রথম অনুষ্ঠিত হলো এমনটাই জানা গেছে ।

Read More : West Bengal No 1 Private ITI College – 2021, Sephali Memorial Private ITI 

নার্সিংহোমে উন্নত ব্যবস্থা ও পরিকাঠামোগত সুযোগ-সুবিধা স্থাপনাই উচ্ছ্বাসিত ডাক্তার সহ নার্সিংহোমের সহকর্মী এবং বোলপুর এলাকাবাসী। এত বড় একটা অপারেশন এর  সাফল্য এর জন্য খুশি ডাক্তারবাবু সহ নার্সিংহোম কর্তৃপক্ষ। এখানে  যেকোনো ধরনের জটিল অপারেশনএর ও সমস্ত রকম উন্নত মানের সুযোগ-সুবিধা মিলবে বিশিষ্ট ডাক্তারদের তত্ত্বাবধানে এমনটাই জানান নার্সিংহোম কর্তৃপক্ষ।

Group Cards
Google News View Now

বিশিষ্ট ডাক্তার সমীরণ দে জানান , বোলপুরে প্রথম এরকম ধরনের জটিল অপারেশন সম্পন্ন হলো এর আগে এমন অপারেশন হয়নি। এই প্রথম মাইক্রো সার্জারি করে হাঁটুর লিগামেন্ট রিপেয়ার করা হলো শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিং হোমে।

Read More : স্বাধীন ট্রাস্টের অন্তর্গত প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো জাতীয় স্তরের সেমিনার।

উল্লেখ্য, শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিংহোমের সম্পূর্ণ বিনামূল্যে , টেলিমেডিসিন পরিষেবা দেওয়া হয়। এই পরিষেবার মারফত আপনারা বাড়িতে বসেই , অনলাইনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেতে পারেন। শুধুমাত্র আপনাদের এই শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিংহোমের হেল্পলাইন নাম্বার এ কল করে বিস্তারিত জেনে নিতে হবে। উনারাই আপনাদের কি করে এই পরিষেবা পেতে পারেন জানিয়ে দেবেন।

শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিংহোমের Website : Click 

এমন ধরনের উচ্চমানের চিন্তাধারা ও পরিষেবা দেবার জন্য আমরা শান্তিনিকেতন সেবা নিকেতন কে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular