ভারতবর্ষের সেরা প্রাইভেট আইটিআই কলেজের স্বীকৃতি পেল পূর্ব বর্ধমানের গুসকরার শেফালী মেমোরিয়াল প্রাইভেট আইটিআই।
No 1 Private ITI College: সম্প্রতি দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি আইটিআই কলেজের মূল্যায়নের ফল প্রকাশিত হয়েছে । কেন্দ্র সরকারের স্কিল ডেভলপমেন্ট মন্ত্রকের গ্রেডিং মূল্যায়নে সারাদেশের প্রায় 12352 টি ITI এর মধ্যে প্রথম সারির আইটিআই (ITI )গুলি হচ্ছে বাংলায় ।
কেন্দ্র সরকারের স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের (Ministry of Skill Development) গ্রেডিং-এর মূল্যায়নে পূর্ব বর্ধমানের গুসকরার শেফালী মেমোরিয়াল মেমোরিয়াল প্রাইভেট আইটিআই (Sephali Memorial Private ITI)পুরো ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যে ও প্রথম প্রাইভেট আইটিআই কলেজ হিসাবে স্থান অধিকার করেছে (No 1 Private ITI College)।
এবছর কেন্দ্র সরকারের স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের অধীন , ডাইরেক্টর জেনারেল অফ ট্রেনিং (Director General of Training)- এর সদ্য প্রকাশিত গ্রেডিং তালিকা ওয়েবসাইটে এটি প্রকাশিত হয়েছে ।
গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতির অন্তর্গত এই প্রাইভেট আইটিআই (ITI) কলেজটি পূর্ব বর্ধমানের গুসকরার সন্নিকট গোবিন্দপুরে অবস্থিত।
শেফালী মেমোরিয়াল প্রাইভেট আইটিআই কলেজের অফিসার ইনচার্জ শ্রী অনুপম যশ জানান,
প্রতিবছর, পরিকাঠামো, প্রশিক্ষণের গুণগতমান ও অন্যান্য বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে মোট 27 টি মানদণ্ডে মূল্যায়ন করে থাকে কেন্দ্র সরকারের এই মন্ত্রক। স্বাভাবিকভাবেই এই সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষার্থীরা।
বর্তমানে শেফালী মেমোরিয়াল মেমোরিয়াল প্রাইভেট আইটিআই তে NCVT অনুমোদিত ফিটার, ইলেকট্রিশিয়ান, এবং ওয়েল্ডার এই 3 টি ট্রেড পড়ানো হয়। এই মুহূর্তে আড়াইশোর বেশি শিক্ষার্থী কলেজে প্রশিক্ষণ নিচ্ছে। একথা অনস্বীকার্য যে, সারা দেশব্যাপী এই মূল্যায়নে শেফালী মেমোরিয়াল প্রাইভেট আইটিআই -এর অভূতপূর্ব সাফল্য গর্ব করার মতো।
Sephali Memorial Private Industrial Training Institute: Website Link