জলের দ্বারা চালিত বাইক নিয়ে এল YAMAHA | জেনে নিন বিস্তারিত |
Water Powered bikes : একবার ভেবে দেখুন তো , যদি আপনার বাইক টি জল দ্বারা চলতো তাহলে কেমন হতো ! এরকম এক চিন্তাধারা মাথায় রেখে YAMAHA – বাজারে নিয়ে আসতে চলেছে নতুন বাইক | যা অনেকটা পরিবেশ দূষণের হাত থেকে আমাদের বাঁচাবে |
A motorcycle that runs on water! Yamaha’s XT 500 H2O is the next big thing for these reasons
এই বাইক টির নাম ঠিক করা হয়েছে YAMAHA XT500 H2O | 2016 সালে এই প্রকল্পটি শুরু করেছিলো YAMAHA , যার পুনরাবৃত্তি ঘটলো আবার 2020 সালে | বিশেষজ্ঞদের মতে এটি YAMAHA XT500 – এর Update Model | এটি প্রধানত 499 CC ইঞ্জিন যুক্ত এবং 4- Stroke Single সিলিন্ডার যুক্ত ক্লাসিক YAMAHA XT500 model – যা একসময় সেরা বাইক ছিল |
এবং মনে করা হচ্ছে যে 2025 সালের মধ্যে বাজারে আসতে পারে YAMAHA XT500 H2O model টি যা জলের দ্বারা চালিত (Water Powered bikes) | যা আমাদের ভবিষ্যতের জন্য অনেকটাই উপযোগী হতে পারে বলে তারা জানিয়েছেন | কেমন লাগলো এই পোস্ট টি পরে তা আমাদের কমেন্ট বক্স এ কমেন্ট করে জানান
Yes, you read that right! Yamaha is currently working on the development of a motorcycle that will run on water. The company has recently released the sketches of the said model, however, it is still in concept form.
Named as XT 500 H2O, the suffix is there for a reason and you will understand it even if you have the knowledge of some basic chemistry nomenclatures. The XT 500 H2O concept has been created by industrial designer Maxime Lefebvre and the project has been commissioned by Yamaha itself.