HomeGovt Schemesবাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড, শীঘ্রই জানুন

বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড, শীঘ্রই জানুন

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Your PAN card will be canceled, find out soon:cancel pan card 1581312795


আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে যে এ রকম পরিস্থিতিতে প্যান কার্ড পুরোপুরি অকেজো হয়ে যাবে ৷আধার ও প্যান কার্ড লিঙ্ক করার ডেডলাইন বাড়িয়েছে  একাধিক বার কেন্দ্র সরকার  ৷ এ বার  চূড়ান্ত শেষ তারিখ ৩১ মার্চ ২০২১ ৷ এই তারিখের মধ্যে সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ না হলে পড়তে হবে মহাবিপদে ৷

আয়কর বিভাগ জানিয়েছে, আপনি এটি বায়োমেট্রিক অথেনটিকেশনএর সাহায্যে করতে পারেন অথবা NSDL বা UTITSL-এর প্যান সার্ভিস সেন্টারে গিয়েো লিঙ্ক করাতে পারেন। সবার প্রথমে আপনাকে একটি এসএমএস পাঠাতে হবে 567678 বা 56161 নম্বরে, এই ফরম্যাটে – UIDPAN12digit Aadhaar>10digitPAN> । দু’টোর মধ্যে যে কন একটি নম্বরেই পাঠালে হবে।


আপনি চাইলে e-filing পোর্টালে গিয়েও প্যান আর আধার লিঙ্ক করতে পারেন। এর জন্য আপনাকে www.incometaxindiaefiling.gov.in এই সাইটে ক্লিক করতে হবে।ডেডলাইনের আগের আধার ও প্যান লিঙ্ক না করালে প্যান কার্ড বাতিল হয়ে যাবে ৷ প্যান আধার লিঙ্ক না করালে Permanent Account Number (PAN) নিস্ক্রিয় হয়ে যাবে ৷ তারপর ওই প্যান নম্বর ব্যবহার করলে তা ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী গুরুতর অপরাধ ৷

ব্যাঙ্ক থেকে ৫০ হাজার টাকার বেশি তুলতে গেলে দেখাতেই হয় প্যানকার্ড ৷

উল্লেখ্য, লিঙ্ক না থাকার কারণে প্যানকার্ড নিস্ক্রিয় হয়ে গেলে নতুন করে প্যানকার্ডের আবেদনের প্রয়োজন নেই ৷ পুরনো প্যান নম্বরকে আধারের সঙ্গে লিঙ্ক করিয়ে দিলেই অ্যাক্টিভেট অর্থাৎ বৈধ হয়ে যাবে প্যান কার্ড ৷

Group Cards
Google News View Now

 

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular