HomeGovt SchemesWB Govt ITI Admission 2021 Notification out : পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারী আই...

WB Govt ITI Admission 2021 Notification out : পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারী আই টি আই তে ভর্তির পক্রিয়া শুরু হলো,

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

WB ITI Admission 2021 : 

WB ITI Admission 2021 :পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারী আই টি আই / আই টি সি / পি পি পি সরকারী আই টি আই / সরকারী জুনিয়র পলিটেকনিক (Govt. ITIs /ITCs/ PPP Govt. ITIs / Govt. Jr. Polytechnics (JP)) এ বিভিন্ন ট্রেড কোর্সে ভর্তির জন্য (২০২১-২০২৩ শিক্ষাবর্ষ) যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সমস্ত ট্রেড কোর্সই NCVT অনুমোদিত। VIII পাস এবং মাধ্যমিক পাস প্রার্থীরা ITI এর বিভিন্ন ট্রেড কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 03/05/2021 থেকে। আবেদনের শেষ দিন 18/06/2021, আবেদন করতে হবে অনলাইনে। প্রার্থী বাছাই এর জন্য আলাদা করে কোনো পরীক্ষা নেওয়া হবে না প্রার্থী বাছাই হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে, শিক্ষাগত যোগ্যতাই পাওয়া নম্বরের ভিত্তিতে। মেধা তালিকা কবে বেরোবে সেটা অফিসিয়াল ওয়েবসাইট এ জানিয়ে দেওয়া হবে।

WB ITI Admission 2021.

West Bengal ITI Admission 2021 notification published by West Bengal State Council for Vocational Training. Online  applications  are  invited  from  the  willing  &  eligible candidates  for Admission  to  the  various  NCVT affiliated  CTS trades  in  different Govt. ITIs/ITCs/ PPP Govt. ITIs / Govt. Jr. Polytechnics (JP) for  the session  2021-22  &  2021-23.  Online  form  fill  up  will  be  starting from 03rd May 2021 and last date of submission of filled in forms is 18th June 2021. WB ITI Admission 2021 notification see details below.

গোর্খা জন জাতি অন্তর্গত  সরকারি আই টি আই টুং / আই টি সি কালিম্পঙ / নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আই টি সি / রহড়া রামকৃষ্ণ মিশন আই টি সি / আসানসোল সেন্ট ভিনসেন্ট আই টি সি এরা আলাদাভাবে নিজস্ব ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। বিস্তারিত নিচে আলোচনা করা হলো। WB ITI Admission 2021.

Group Cards
Google News View Now

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

Online Application Start :   03/05/2021

Last Date of Online Application : 18/06/2021

Last Date Of Online Fee Payment : 18/06/2021


Eligibility Criteria : যোগ্যতা :

WB ITI Admission 2021 eligibility :  কারা আবেদন করতে পারবেন ?

মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাস প্রার্থীরা M গ্রুপ এর জন্য এবং VIII পাস প্রার্থীরা Y গ্রুপ এর জন্য আবেদন করতে পারবেন। যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবেন বা দিয়েছেন তাদের পরে আলাদা নোটিস বেরোবে।

Reservation of seats for govt ITI admission : সংরক্ষণ :
Reserved seats Percentage
Women 30%
Schedule Caste 22%
Schedule Tribes 06%
OBC 07%
Physically Challenged 04%

 

ITI Admission Age Limit : বয়সসীমা :

01/08/2021 এর হিসাবে নূন্যতম 14, বয়সের কোনো উর্ধ সীমায় কোনো বিধি নিষেধ নেই।

Application Fee : আবেদন ফি :

WB ITI Admission 2021 Application Fee:

পুরুষ প্রার্থীদের জন্য :  200/- টাকা।

মহিলা প্রার্থীদের জন্য : 100/- টাকা।

Debit/Credit card/Net banking/e-wallet/UPI এর মাধ্যমে Application Fee পেমেন্ট করতে পারবেন।

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:


More: Purbasthali-1 Government ITI, Best ITI College in West Bengal , 6th Rank Holder


WB Govt. ITI Admission 2021 Selection process :

প্রার্থী বাছাই এর জন্য আলাদা করে কোনো পরীক্ষা নেওয়া হবে না প্রার্থী বাছাই হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে, শিক্ষাগত যোগ্যতাই পাওয়া নম্বরের ভিত্তিতে। মেধা তালিকা কবে বেরোবে সেটা অফিসিয়াল ওয়েবসাইট এ জানিয়ে দেওয়া হবে।

Application Process For Govt ITI : আবেদন পদ্ধতি:

WB Govt. ITI Admission 2021 how to apply online :

শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট www.wbscvt.org থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হলে প্রার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে (New Candidate Registration)। তারপর সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। প্রার্থীদের নিজের একটি ভ্যালিড মোবাইল নম্বর থাকতে হবে, যেখানে একটি OTP  সেন্ড করা হবে সেটি রেজিস্ট্রেশন এর সময় লাগবে। পরবর্তী কালে মেরিট লিস্ট সংক্রান্ত সমস্ত তথ্য SMS করে জানায় হবে। মাধ্যমিকের সার্টিফিকেট প্রার্থীর যে নাম \ বাবার নাম \ মায়ের নাম\ জেন্ডার \ জন্ম তারিখ আছে সেটাই ফর্ম এ ফিলাপ করবেন। মনে রাখবেন জন্ম তারিখ আপনার login  password, পরে Login করে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন।

Steps of filling-up online form For ITI  :
  1. রেজিস্ট্রেশন হয়ে গেলে লগইন করুন।
  2. ক্যাটাগরি সিলেক্ট করুন Group M অথবা Group Y (যে গ্রুপ এর জন্য এপলাই করছেন)।
  3. “Personal Details” এর তথ্য পূরণ করুন।
  4. “Educational Qualification” র তথ্য পূরণ করুন।
  5. ফর্ম ফিলাপ হয়ে গেলে Preview করে দেখে নিন এবং Application Form Number টি লিখে   রেখে        দিন।
  6. Application Fee পেমেন্ট করুন।

WBSCVT Official Website : Click Here

Official Notification : Click Here

Online Application : Click Here

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular