UGC tells colleges to finish first-year admissions by 30 September, classes to begin 1 October
Covid Situation এ College, university admission process ও Class start করার দিন জানিয়ে দিল University Grants Commission (UGC))। Educational Institutions গুলিকে UGC জানিয়েছে, Undergraduate and postgraduate 1st Year-র admission process 30th September-র মধ্যে শেষ করতে হবে।
College, University গুলিতে Student দের শূন্যস্থান পূরণের শেষ দিন 31st October। যদিও তার আগেই অর্থাৎ 1st October থেকে 1st Year-র Class Start করতে হবে বলে জানিয়েছে ইউজিসি।
Read More: SSC: আপার প্রাইমারির ইন্টারভিউয়ের কল লেটার কীভাবে ডাউনলোড করবেন | জানুন বিস্তারিত |
College, University গুলির Annual education schedule জানিয়েছে ইউজিসি। বলা হয়েছে, 31st August-র মধ্যে Online or Offline এ Final Year-র Exam Complete করতে হবে। বাকি Semester-র Student দের মূল্যায়ণ করা হবে তার আগের Year-র ফল অনুযায়ী।
UGC-র তরফে একটি Notice এ বলা হয়েছে, ‘CBSE, ICSE অথবা বিভিন্ন রাজ্যের Board-র ফল প্রকাশের পরেই 2021-22 শিক্ষাবর্ষের জন্য College গুলি Admission process শুরু করবে।
আশা করা হচ্ছে CBSE, ICSE অথবা বিভিন্ন রাজ্যের বোর্ডের ফল 31st July-র মধ্যে প্রকাশ হয়ে যাবে।’ যদি 12th Class-র Result প্রকাশে দেরি হয় তা হলে 1st Year-র Class শুরু করার time limit 18th October পর্যন্ত বাড়ানো যেতে পারে |