বীরভূম-এর বোলপুরে ATM ভাঙার চেষ্টায় হরিয়ানা-রাজস্থানের ২ যুবক
ATM: বোলপুরে এটিএম (ATM) ভাঙার চেষ্টার ঘটনায় জড়িত ভিন রাজ্যের ২ তরুণকে গ্রেফতার করল বোলপুর থানার পুলিস। ওই ঘটনার পেছনে ভিন রাজ্যের কোনও গ্যাং রয়েছে বলে মনে করছে করছেন তদন্তকারীরা।
রবিবার রাতে বোলপুরের শ্রীনিকেতন রোডে একটি এটিএম ভেঙে চুরি করার চেষ্টা হয়। অ্যালার্ম বেজে ওঠায় পালিয়ে যায় দুষ্কৃতীরা। ওই ঘটনার তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে ২ যুবককে চিহ্নিত করে পুলিস।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিস ২ জনকে গ্রেফতার করে। এদের কাছ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নগদ, ১৩টি এটিএম কার্ড ও ২টি মোবাইল উদ্ধার করেছে পুলিস
Read More | Local Train Start: রাজ্য চাইলে আগামিকাল থেকেই চলবে লোকাল ট্রেন | জানুন বিস্তারিত |
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিস ২ জনকে গ্রেফতার করে। এদের একজন সোনু কর্মকার, বাড়ি রাজস্থানে। অন্যজনের নামে আসিফ, বাড়ি হরিয়ানায়। এদের কাছ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নগদ, ১৩টি এটিএম কার্ড ও ২টি মোবাইল উদ্ধার করেছে পুলিস। কোনও গ্যাংয়ের হয়েই ওই দুজন কাজ করছিল বলে মনে করছে পুলিস। ধৃত ২ জনকে আজ বোলপুর আদালতে তোলা হয়।