Train Tracking App: জিপিএস সম্বলিত ট্রেন ট্র্যাকিং অ্যাপ চালু করল শিয়ালদহ
Train Tracking App: শিয়ালদহ শাখার ট্রেনে যাতায়াত করেন? ট্রেন কোথায়, কত দূরে রয়েছে, কত দেরিতে চলছে না কি ঠিক সময়ে চলছে— সবই এ বার যাত্রীদের হাতের মুঠোয় এনে দিলেন পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন কর্তৃপক্ষ।
জিপিএস সম্বলিত রিয়েল টাইম ট্রেন ট্র্যাকিং অ্যাপ চালু করেছে শিয়ালদহ। গুগল প্লেস্টোরে গিয়ে ‘শিয়ালদহ সুবার্বান ট্র্যাকিং সিস্টেম’ নামে অ্যাপটি ডাউনলোড করতে হবে। তার পর অ্যাপ থেকেই জেনে নেওয়া যাবে শহরতলির ট্রেন সংক্রান্ত যাবতীয় তথ্য। এই অ্যাপটি পরিচালিত হবে শিয়ালদহ ডিভিশনের ইন্টারনাল সার্ভারের মাধ্যমে।
App Link: Click
কোন প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া হচ্ছে বা আসছে তা-ও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। তবে এই বিষয়টি এখন পরীক্ষাধীন। ইতিমধ্যেই ১ লক্ষ ৭৮ হাজার ইউজার এই অ্যাপটি ব্যবহার করছেন।
More: আপনি কি ট্রেনে যাতায়াত করেন? তাহলে আজকে প্রতিবেদনটি আপনার জন্য-
Sealdah branch train travel? Where is the train, how far is it, how late is it running or is it running at the right time?
Train Tracking App: Sealdah has launched a real-time train tracking app with GPS. Go to Google Play Store and download the app called ‘Sealdah Suburban Tracking System’.
After download and installation, all the information related to suburban trains can be found in this app. This app will be managed through the internal server of Sealdah Division.
This app will also provide you that to know on which platform the train is being given or coming. However, this issue is now under investigation. Already 1 lakh 6 thousand users are using this app.