এবার 5G নেটওয়ার্ক আনার লক্ষ্যে এগিয়ে ভারতীয় Airtel | পড়ুন বিস্তারিত |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Smart Update24, by Swastika Paul5g21


5G Network | দেশে এখনো 5G চালু হয়নি | কিন্তু কোয়ালকম এখনো অব্দি 5G আনার লক্ষ্যে এগিয়ে |এবার কোয়ালকম এর সাথে একসাথে এগিয়ে চলতে  চাইছে এয়ারটেল | তাদের কিছু সংস্থার থেকে জানা যাচ্ছে যে কোয়ালকম এর সাথে হাত মিলিয়ে 5G এর ওয়্যারলেস পরিষেবা চালু করতে চাইছে এয়ারটেল| দেশে 5G এর জন্য কোনো উন্নত পরিধি গঠন করা দরকার |সেই সংঘ্যে 5G পরিকাঠামো গড়ে তুলতে নজরদারি দেখা যাচ্ছে রিলায়েন্স Jio -র ও| দেশের টেলিকম ব্যবস্থা কে পথ দেখিয়ে 4G এসেছিলো মুকেশ আম্বানীর হাত ধরেই |আবার সেই দৃশ্য দেখা যেতে পারে বলে অনেকের এ ধারণা |


5G , ‘G’ মনে জেনারেশন | মানব সভ্যতা এখন অনেক এগিয়ে | তাই 4G জামানা পেরিয়ে এখন মানুষ 5G উপলব্ধি করতে সক্ষম| যদিও অনেক দেশেই এই 5G র জামানা শুরু হয়ে গেছে| এই ডিজিটাল ইন্ডিয়া র যুগে দাঁড়িয়ে সমস্ত মানুষ ডিজিটালি প্রিপারেশন নিতে এগিয়ে চলেছে 5G র দিকে | 5Gনেটওয়ার্ক প্রায় 100 গুণ বেশি দ্রুত 4G র  থেকে |4G র দ্বারা 1 সেকেন্ড এ 1 GB ডেটা পাঠানো যেত| কিন্তু 5G তে তার 10 গুণ বেশি দ্রুত ডাটা পাঠানো যাবে |কয়েক  সেকেন্ড এ নামানো যাবে HD কোয়ালিটির সিনেমা | এছাড়া Wireless Network এর দ্বারা অনেক ডিভাইস কে একসাথে যুক্ত করা হবে |ডিজিটাল ইন্ডিয়া র যুগে ‘ ‘বাফারিং’ শব্দ টি ভুলে যাবে মানুষ| এছাড়া একসাথে অনেক বেশি ফাইল পাঠানো  যাবে অন্য ইউসার কে |এবার থেকে মানুষ অনেক দ্রুত কাজ করতে সক্ষম হবে |


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

Group Cards
Google News View Now
WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here