Recovered COVID-19 Patients Returning With Long-Term Lung, Heart, Mental Health Issues
India তে প্রথম Covid Virus-র সন্ধান মিলেছিল কেরালার ত্রিশূরের বাসিন্দা এক মহিলার। ½ বছর পর আবার Covid Test এ তিনি ‘Possitive’ হয়েছেন।
তবে তার কোনও উপসর্গ আপাতত নেই। তিনি বাড়িতেই আছেন। Tuesday কেরালার Health authorities এ খবর জানিয়েছে।
‘The Times of India’ জানায়, এর আগে গত বছর 30th January তে ওই মহিলার Covid Positive এসেছিল।
Read More: CSIR IICT Recruitment 2021: Junior Secretariat Assistant Recruitment, Learn More |
সম্প্রতি তিনি পড়াশোনার জন্য Delhi যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সে কারণেই Sample test করান। আর তাতেই আবার positive।
Kerala-র এই নারী China-র Wuhan University এ ডাক্তারি পড়তে গিয়েছিলেন। সেখানে 3rd Year এ পড়ার সময় গতবছর তিনি ভারতে আসেন | ফিরে আসার পরই তার Covid-র Symptoms দেখা দিয়েছিল। পরে Sample Test এ দেখা যায় তিনি কোভিড আক্রান্ত।
প্রায় 3 weeks Treatment চলার পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। 2 Times Covid Test-র পর result negative এলে 27th February 2020 তে তিনি Hospital থেকে ছাড়া পান।
District Medical Officer of Thrissur KJ Rina বলছেন, করোনাভাইরাসে দুইবার আক্রান্ত হওয়া নতুন কিছু নয়। কয়েকজন Health worker ও 2 times আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।