Satellite office in ‘Work from Home’? Tata’s new hybrid model idea after Covid-19
TCS: Covid Situation এ দ্রুত হারে বদলে গিয়েছে Working rules। তার সঙ্গে সামঞ্জস্য রেখে শুরু work from home । এমনটাই জানালেন Tata গোষ্ঠীর চেয়ারম্যান Natarajan Chandrasekaran।
Digital Technology আগের তুলনায় প্রায় এক যুগ এগিয়ে গিয়েছে। New Hybrid Model Office-র সীমানা পেরিয়ে গিয়েছে Scope of work। আরও বেশি Women Recruitment করাও সম্ভব হচ্ছে।
Discussions at the Qatar Economic Forum on Tuesday যোগ দিয়ে এমনটাই জানান তিনি।
TATA গোষ্ঠীর চেয়ারম্যান বলেন, ‘Office এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। Employee-রা সময়ের সঙ্গে সঙ্গে ফিরবেন। কিন্তু Covid-র আগের সময়কার কাজের ধরনে পৃথিবী আর ফিরবে না।’
নটরাজন বলেন, ‘যদি New Hybrid Model টি কাজ করে, সেটি শুধু Home & Office-ই সীমাবদ্ধ থাকবে, এমনটা কিন্তু নয়। এগুলি বাদেও Third Space-র কথা ভাবা যেতে পারে।’
What is Third Space in TCS?
নটরাজন জানান, এটিকে Satelite Office বলা যেতে পারে।
Advantages of women in hybrid models:
New Hybrid Model-র ফলে আরও বেশি Women employee কাজে যোগ দিতে পারবেন | তিনি বলেন, ‘Job qualifications আছে এমন মহিলাদের মধ্যে মাত্র 23% কাজ করেন। এর কারণ হল Transportation arrangements-র সমস্যা, Lack of infrastructure to keep children somewhere।’
Read More: Best Credit Card for Students: Apply online Learn the easy way
Covid-19 পরিস্থিতিতে সবচেয়ে বেশি যে সংস্থাগুলি employee দের Work From Home-র ব্যবস্থা করেছে, তার মধ্যে TATA অন্যতম। তবে শুধু তাই নয়, স্বাভাবিক সময়ের কর্মসংস্কৃতি হিসাবে জনপ্রিয় করে তুলতে চাইছে সংস্থা।
Tata Consultancy Services 2025 সাল নাগাদ Total Employee দের মাত্র 1/4th নিয়মিত অফিস আনার পরিকল্পনা করছে। অর্থাত্ জরুরি প্রয়োজনে বেশিরভাগ সময়ে কর্মী বাড়ি থেকে কাজ করবেন। যদিও অনেক কর্মীই অফিসেই কাজে ফিরতে চাইছেন।
Read More: Indian Army Recruitment: Indian Army Recruitment | Apply | Learn more |
TCS-এর এক System Engineer জানান, ‘ওয়ার্ক ফ্রম হোমে সেভাবে সমস্যা নেই। কিন্তু কয়েকদিনের জন্য সপ্তাহে বা মাসে Office যাওয়া প্রয়োজন। এতে যেমন কঠিন কাজে সুবিধা হয় |