Tata Motors wants to retain Singur land, return to West Bengal, A decade after the Nano project went to Gujarat
TATA Cars: আন্দোলনের পর কেটে গিয়েছে বাংলা ছেড়ে TATA Cars দের চলে যাওয়ার 13 Years। যে টাটা রাজ্য ছেড়ে চলে গিয়েছিল, সেই বাংলায় আবার আমন্ত্রণ জানালেন রাজ্যের Industry and Commerce Minister Perth Chatterjee।
তিনি স্পষ্টই বলেছেন, ‘‘লড়াই ছিল বাম সরকার ও তাদের Land Acquisition Policy-র বিরুদ্ধে। TATA-র বিরুদ্ধে নয় |
Read More: Nelson Mandela International Day 2021: Mandela’s Birthday Celebration Day
13 Years আগে Singur ছেড়ে টাটার Nano factory চলে গিয়েছিল Guzrat। রাজ্য রাজনীতিতে Singur and Nandigram জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনকে সামনে রেখেই বাম শাসনের অবসান ঘটিয়েছেন Mamata Banerjee।
সেই টাটাদের নিয়ে বলতে গিয়ে Mamata Banerjee-র শিল্পমন্ত্রী পার্থ PTI-কে বলেছেন, ‘‘সমস্যা ছিল Others Government-র সঙ্গে। সমস্যা ছিল Land Acquisition Policy পদ্ধতি নিয়ে । টাটা আমাদের শত্রু নয় । আমরা টাটার বিরুদ্ধে নই । At home and abroad টাটা অন্যতম বৃহৎ এক Industrial group, সম্মানীয়।
Read More: Eid Ul-Adha 2021: When is Eid-ul-Adha ( Bakrid), know its importance
এছাড়া পার্থ জানিয়েছেন, রাজ্যে বিনিয়োগের জন্য ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে টাটা। State Officer দের সঙ্গে টাটার যোগাযোগও রয়েছে। পার্থের কথায়, ‘‘TCS, Tata Metallics এ রাজ্যে রয়েছে। তাছাড়াও যদি কোনো বৃহৎ বিনিয়োগ নিয়ে তাতারা আসতে চাই তাহলে কোনো সমস্যা নেই | ।
Production বা অন্য যে কোনও ক্ষেত্রে তারা বিনিয়োগ করতে পারে। Secretary, Information and Technology Department, Government সম্প্রতি জানিয়েছেন, টাটা গোষ্ঠী এ রাজ্যে একটি TATA Center তৈরি করার বিষয়ে আগ্রহ প্রকাশও করেছে।’’