Student Credit Card by West Bengal Government
Discover Student Credit Card: রাজ্যে Student Credit Card নামের একটি কার্ড চালু করেছেন Chief Minister Mamata Banerjee। Rules অনুযায়ী, 10th Class থেকে Postgraduate পর্যন্ত Student-রা যে কোনও সময় পড়াশোনা সংক্রান্ত প্রয়োজনে এই Loan ব্যবহার করতে পারেন।
Read More: IIT Kanpur: What will be the third wave of Corona in these 2 months? According to the researchers
Mamata Banerjee জানিয়েছেন, Higher Study-র জন্য 15 Years মেয়াদে ঋণ পাবেন Student রা ৷ Maximum 40 Years বয়স পর্যন্ত এই Discover Student Credit Card-র মাধ্যমে Loan-র Application করা যাবে৷ আর সেই প্রকল্প চালু হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই State Government-র কাছে প্রায় 8000 Application জমা পড়ে গেল।
এখনও পর্যন্ত 10,000 application জমা পড়েছে, তাতে ঋণের পরিমাণ 550 কোটি টাকা। তবে, এক্ষেত্রে এগিয়ে আছে Kolkata।
জানা গিয়েছে, ইতিমধ্যেই Kolkata থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য Application জমা পড়েছে প্রায় 6000, আর বাকি District থেকে application পড়েছে প্রায় 2000।
আর Kolkata-র মধ্যে সবচেয়ে বেশি application এসেছে Baliganj and Jadavpur area থেকে। মাত্র দিনকয়েকের মধ্যে এই আবেদনই বলে দিচ্ছে, রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত কার্যকরী পদক্ষেপ নিয়েছে West Bengal Government |
Read More: Bardhhaman: বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত আপ রাধিকাপুর এক্সপ্রেস | জানুন বিস্তারিত |
শুধু Undergraduate and postgraduate ই নয়, Medical, IAS, IPS, WBCS বা যে কোনও Diploma পড়ার জন্যও Student-রা যে কোনও সময় এই Loan পেতে পারেন। এ ছাড়াও Banks, Railways, Staff Selection Commission বা অন্য কোনও পেশাদারি পাঠ্যক্রমের জন্যেও ছাত্ররা কোনও legitimate institution এ পড়াশোনা করলে এই ঋণ পাবেন।
Course চলাকালীন যে কোনো সময়ে এই Card-র জন্য Application করা যাবে। Application-র জন্য Contact করতে হবে-www.wb.gov.in, Toll free number 18001028014.-এ। সবচেয়ে Important বিষয় হল, ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য আবেদনকারীকে কেবলমাত্র Self declaration দিতে হবে।