Why Smartphone Batteries Explode and How to Protect Yourself
Smart Phone: বিহারের ভোজপুর এলাকার ফোন সারাতে দোকানে নিয়ে যান এক ব্যক্তি। Video তে দেখা যাচ্ছে, Mobile সারানোর চেষ্টা করছেন এক কর্মী। সম্ভবত Smart Phone-র Battery খোলার চেষ্টা করছেন তিনি। দোকানের CCTV camera তে পুরো ঘটনাই ধরা পড়েছে ।
এখনকার বেশিরভাগ স্মার্টফোনে সাধারণত Battery seal করাই থাকে। Phone-র Back Cover খোলার পর চাড় দিয়ে সেই battery remove করার চেষ্টা করছিলেন ওই কর্মী।
Read More: Hubble Space Telescope: Hubble Telescope Fault, Near NASA Fixing | Read more
অনেক চেষ্টার পরেও না খোলায় Screwdriver জাতীয় কিছু দিয়ে খুঁচিয়ে battery খোলার চেষ্টা করেন দোকানের কর্মী।
Read More: TikTok resumes: TikTok just introduced a new resume feature and companies are already signing up
আর সেই সময়েই Screwdriver-র চাপে দোকানের কর্মীরই হাতে ফেটে যায় battery। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে ওঠে ফোন।
সৌভাগ্যবশত, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে Phone টি ছুঁড়ে ফেলে দেন ওই কর্মী। ফলে কেউ আহত হননি। এরপর টেবিলে উপর সেটি জ্বলতে থাকে। সেটি মাটিতে ফেলে দেওয়া হয়।
Read More: Google United States: Indian female astronaut Sirisha going into space, just a few hours
তাই Phone-র Battery-র বিষয়ে সবসময়ে সাবধান থাকুন।Battery অহেতুক অতিরিক্ত চার্জ দেবেন না। Old battery থাকলে সেটি জ্বালানো বা কাটার চেষ্টা করবেন না |