SINGAPORE: Birdwatchers Spot Rare Green Broadbill Bird Declared ‘Extinct’ 70 Years Ago
SINGAPORE: বিলুপ্ত হয়ে যাওয়া পাখি আবার ফিরে এল প্রকৃতির বুকে | একসময় জঙ্গলে উপস্থিতি ছিল এই পাখিটির। সময়ের সঙ্গে সংখ্যা কমতে কমতে একসময় বিলুপ্ত হয়ে যাই |
তাকে আর দেখাও যায়নি কয়েক দশক ধরে । অবশেষে সেই পাখির সুরেলা কণ্ঠ আবার ধ্বনিত হল বনে-বনে। ঘটনাটি ঘটেছে, Singapore-র একটি দ্বীপে। ছোট্ট পাখিটির নাম Green Broadbill
চল্লিশের দশকে বোর্নিও, সুমাত্রা, মালয় উপদ্বীপের প্রকৃতিতে অবাধ বিচরণ ছিল এই Green Broadbill-র। টুকটুকে সবুজ, ছোট্ট। অত্যন্ত সুরেলা পাখিটি। গাঢ় সবুজ আর কালো রঙের মিশেলে পাখিটির পালক যে কারো নজর কাড়বে। ঘন কালো দুটো চোখ সবুজের সঙ্গে মিশে অপূর্ব আভিজাত্য এনে দেয় এই পাখির শরীরে।
40’র দশকের পর থেকে পাখিটির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমতে শুরু করে। একটা সময়ের পরে অনেক খুঁজেও আর এর দেখা মেলেনি। ফলে সাত দশক আগেই বিলুপ্ত ঘোষণা করা হয় পাখিটিকে।
হঠাৎই সিঙ্গাপুরের প্রকৃতিতে ফিরে এল বিলুপ্ত গ্রিন ব্রডবিল। সিঙ্গাপুরের ন্যাশনাল পার্কস বোর্ডের সংরক্ষণবিষয়ক দলের পরিচালক লিম লিয়াং জিম জানান, ২৭ জুন সিঙ্গাপুরের মূল ভূখণ্ডের উত্তর-পূর্বে পুলাউ উবিন দ্বীপে একটি Green Broadbill দেখা গেছে।
জানা যায়, বিলুপ্ত হয়ে যাওয়া পাখিটি নতুন করে শনাক্ত করেছেন Joyce Le Mesuria। তিনি একজন Birdwatcher। স্থানীয় কয়েকজন পাখি পর্যবেক্ষণকারী বলেছেন, তারা এর আগে কখনও ওই এলাকায় এমন পাখি দেখেননি। ফলে বোঝাই যাচ্ছে, হঠাত্ই কোনো ভাবে তাকে ‘আবিষ্কার’ করে ফেলেছেন লিম। লিমই জানাচ্ছেন, বছরসাতেক আগেও একবার হঠাত্ই দেখা গিয়েছিল পাখিটিকে।
Bird experts-রা বলছেন, নতুন করে শনাক্ত হওয়া গ্রিন ব্রডবিল পাখিটি পুরুষ । এর গায়ে দেখা যাই গাঢ় সবুজ পালক | উপরে চোখের পাশে কালো ছোপ, ডানায় কালো দাগ। ছবি দেখে তারা বলছেন, এটি Full-grown male bird।
মেয়ে গ্রিন ব্রডবিলের ডানায় সচরাচর কালো ছোপ দেখা যায় না। কিন্তু কোথা থেকে এল পাখিটি? এতদিন কোথায় ছিল? এত বছর পরে পাখিটি কোথা থেকে এই পুলাউ উবিন দ্বীপে এসেছে, তা নিয়ে যথেষ্ট অনুসন্ধানের ও গবেষণার প্রয়োজন আছে বলেই মনে করছেন পাখি বিশেষজ্ঞেরা। পাখিটি দীর্ঘ পথ পাড়ি দিতে পারে, নিকটস্থ কোনো দেশ থেকে উড়ে এসেছে।