উচ্চশিক্ষায় নয়া পলক দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের শিরোপা উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে।
আন্তর্জাতিক গবেষণা সংস্থার তরফে প্রকাশিত Shanghai Ranking 2020-এ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়গুলি প্রথম স্থান অধিকার করেছে।
Shanghai Ranking 2020-এ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় বা DU।
তালিকায় তৃতীয় স্থানে দিল্লির জওহরলাল নেহেরু বা JNU। আশ্চর্যজনকভাবে এই তালিকার প্রথম পাঁচের মধ্যে জায়গা হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। যা নিয়ে একাদিক শিক্ষাবিদ প্রশ্ন তুলেছেন। তবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি আন্তর্জাতিক সংস্থার এই স্বীকৃতি নিয়ে বিতর্ক দানা বাঁধেনি।
এদিকে, Shanghai Ranking 2020-এ কলকাতা বিশ্ববিদ্যালয় দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের শিরোপা জিতে নেওয়ায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, ‘‘Shanghai Ranking 2020-এ বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলির Ranking অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের মধ্যে যোগ্যতা ও কৃতিত্বের জন্য প্রথম স্থান পাওয়ায় আমি খুশি হয়েছি। এই সাফল্য গোটা রাজ্যের জন্য একটি গর্বের মুহূর্ত। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সব শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই।’’