HomeGovt SchemesSarkari job: The result of this year's secondary higher secondary will not...

Sarkari job: The result of this year’s secondary higher secondary will not be accepted for government jobs, the state announced.

Sarkari job: গ্রাহ্য হবে না এবারের মাধ্যমিক উচ্যমাধ্যমিকের রেসাল্ট সরকারি চাকরির জন্য, ঘোষণা রাজ্যের |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Sarkari job: Assessment ভিত্তিতে নম্বর দেওয়া হচ্ছে। Covid পরিস্থিতিতে এবারের Secondary and higher secondary পরীক্ষায় প্রাপ্ত নম্বর রাজ্য Government Job-র পরীক্ষায় বিবেচনা করা হবে না। Government Job-র জন্য এবারের 10th & 12th Class-র বোর্ড পরীক্ষার্থীদের একটি বিশেষ পরীক্ষা দিতে হবে। এমন সিদ্ধান্ত নিল Assam government |

Covid পরিস্থিতিতে এবার Assam-র 10th & 12th Class-র Board Exam, Cancel করে দেওয়া হয়েছে। Alternative assessment প্রক্রিয়ারও ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, এবার Secondary and higher secondary পরীক্ষার্থীরা যে নম্বর পাবে, তা State Government-র চাকরির পরীক্ষায় গ্রাহ্য করা হবে না।


hk 1 1


Sarkari job-র জন্য সেই Student দের পরবর্তীকালে বিশেষ পরীক্ষা (Special Eligibility Test) দিতে হবে। এমনিতে অসমে Government Job-র ক্ষেত্রে 10th & 12th শ্রেণিতে প্রাপ্য নম্বরের উপর গুরুত্ব করা হয়।

Group Cards
Google News View Now

Assam Board of Secondary Education (Services) and Parliament of Higher Secondary Education (AHSEC) আধিকারিকদের উপস্থিতিতে শিক্ষামন্ত্রী রনোজ পেগু বলেন, ‘Internal Accessment ও পূর্ববর্তী পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দুটি শ্রেণিরBoard Exam) পড়ুয়াদের মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

Read More: New York: NASA tracks a 1KM rock that could kill millions on Earth approach

তিনি জানিয়েছেন, 12th Class-র যে পড়ুয়াদের Practical Exam ছিল, তাঁদের 10th Class-র সেরা তিনটি বিষয়ের 50%নম্বর | 12th Class-র Practical-র 30%নম্বর, Internal Assessment-র ভিত্তিতে 10%নম্বর এবং 11th & 12th Class-র উপস্থিতির ভিত্তিতে 10% নম্বর দেওয়া হবে।

Arts and Commerce Branch-র (যাঁদের Practical নেই), তাঁদের 10th Class-র সেরা তিনটি বিষয়ের 50%নম্বর, Internal Assessment-র ভিত্তিতে 40% নম্বর এবং 11th & 12th Class-র উপস্থিতির ভিত্তিতে 10% নম্বর দেবে Parliament of Higher Secondary Education |

তবে যে Student রা মূল্যায়ন পরীক্ষায় সন্তুষ্ট হবে না, তারা Exam দিতে পারবেন। আগামী 15th September-র মধ্যে বা Covid পরিস্থিতি স্বাভাবিক হলে সেই Exam নেওয়া হবে।

আপনি ও কি চান আপনার রাজ্যে এই নিয়ম চালু হোক !! আপনার মতামত কমেন্ট করে জানান | এছাড়াও ফেইসবুক পেজ এ কমেন্ট করে জানতে পারেন |

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular