Sarkari job: Assessment ভিত্তিতে নম্বর দেওয়া হচ্ছে। Covid পরিস্থিতিতে এবারের Secondary and higher secondary পরীক্ষায় প্রাপ্ত নম্বর রাজ্য Government Job-র পরীক্ষায় বিবেচনা করা হবে না। Government Job-র জন্য এবারের 10th & 12th Class-র বোর্ড পরীক্ষার্থীদের একটি বিশেষ পরীক্ষা দিতে হবে। এমন সিদ্ধান্ত নিল Assam government |
Covid পরিস্থিতিতে এবার Assam-র 10th & 12th Class-র Board Exam, Cancel করে দেওয়া হয়েছে। Alternative assessment প্রক্রিয়ারও ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, এবার Secondary and higher secondary পরীক্ষার্থীরা যে নম্বর পাবে, তা State Government-র চাকরির পরীক্ষায় গ্রাহ্য করা হবে না।
Sarkari job-র জন্য সেই Student দের পরবর্তীকালে বিশেষ পরীক্ষা (Special Eligibility Test) দিতে হবে। এমনিতে অসমে Government Job-র ক্ষেত্রে 10th & 12th শ্রেণিতে প্রাপ্য নম্বরের উপর গুরুত্ব করা হয়।
Assam Board of Secondary Education (Services) and Parliament of Higher Secondary Education (AHSEC) আধিকারিকদের উপস্থিতিতে শিক্ষামন্ত্রী রনোজ পেগু বলেন, ‘Internal Accessment ও পূর্ববর্তী পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দুটি শ্রেণিরBoard Exam) পড়ুয়াদের মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
Read More: New York: NASA tracks a 1KM rock that could kill millions on Earth approach
তিনি জানিয়েছেন, 12th Class-র যে পড়ুয়াদের Practical Exam ছিল, তাঁদের 10th Class-র সেরা তিনটি বিষয়ের 50%নম্বর | 12th Class-র Practical-র 30%নম্বর, Internal Assessment-র ভিত্তিতে 10%নম্বর এবং 11th & 12th Class-র উপস্থিতির ভিত্তিতে 10% নম্বর দেওয়া হবে।
Arts and Commerce Branch-র (যাঁদের Practical নেই), তাঁদের 10th Class-র সেরা তিনটি বিষয়ের 50%নম্বর, Internal Assessment-র ভিত্তিতে 40% নম্বর এবং 11th & 12th Class-র উপস্থিতির ভিত্তিতে 10% নম্বর দেবে Parliament of Higher Secondary Education |
তবে যে Student রা মূল্যায়ন পরীক্ষায় সন্তুষ্ট হবে না, তারা Exam দিতে পারবেন। আগামী 15th September-র মধ্যে বা Covid পরিস্থিতি স্বাভাবিক হলে সেই Exam নেওয়া হবে।
আপনি ও কি চান আপনার রাজ্যে এই নিয়ম চালু হোক !! আপনার মতামত কমেন্ট করে জানান | এছাড়াও ফেইসবুক পেজ এ কমেন্ট করে জানতে পারেন |