Indian Railway: RRB RRC Group-D Post Recruitment 2021
RRB RRC Railway Group D: Indian Railways Group ‘D’ নিয়োগের প্রার্থীদের Application বাতিলের জন্য যে মামলা দায়ের করা হয়েছে, তাতে Railway Recruitment Board-র (RRB) কাছে তথ্য জানতে চাইল Central Administrative Tribunal (CAT)।
মামলার তথ্য অনুযায়ী 1.3 lakh Vacancy Recruitment-র জন্য Group-D-র Notice জারি করেছিল Rail।
Read More: Mind Reading Technology: Helmet that understands the mind | Learn more |
তাতে Application জানান অসংখ্য প্রার্থী। পরে একাধিক প্রার্থীর Application reject করে দেয় Railway Recruitment Cell (RRC)।
জানানো হয়, Application Form এ প্রার্থীদের Appropriate photo, and signature ছিল না।
Read More: Indian Railway: 4G Spectrum for Railways, Advance Technology to avoid accidents
যে প্রার্থীদের Application reject করে দেওয়া হয়, তাঁদের একাংশ আবার Railway Recruitment Cell-র দ্বারস্থ হন।
তখন 44,000 জন প্রার্থীর Application গ্রহণ করে রেল।
Read More: Robotic Vacuum Cleaner: Samsung Jet Bot 90 AI+ robot vacuum Cleaner
জানানো হয় যে, Software error-র কারণেই সেই problem creat হয়েছে। তারই ভিত্তিতে প্রার্থীদের একাংশ মামলা করেন ।
প্রার্থীরা দাবি করেন, তাঁরা Railway Recruitment Board-র (RRB) NTPC Recruitment Process-র জন্য যে ছবি দিয়েছেন, Group-D নিয়োগের Application-র ক্ষেত্রেও সেই ছবি ব্যবহার করেছেন। RRB NTPC নিয়োগের ক্ষেত্রে তাঁদের ছবি নিয়ে কোনও আপত্তি তোলা হয়নি। কিন্তু Group-D Recruitment-র ক্ষেত্রেই খারাপ ছবির যুক্তি করা হচ্ছে।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান |