Smart Update24 , by Swastika Paul
রংধনু যা পৃথিবীর সবথেকে রঙিন ও সুন্দর জিনিস | কিছুক্ষন বৃষ্টির পর যখন রোদে র প্রভাবে প্রকৃতি গরম হয়ে ওঠে ঠিক তখনই আকাশে দেখা যাই রংধনু | এর থেকে সুন্দর জিনিস প্রকৃতিতে আর কিছু হতে পারে না | কিন্তু এটি কে আপনি নিজের বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারেন | আসুন জেনে নিই কিভাবে |
উপকরণ : –
- ৮ টি কাঁচের গ্লাস
- চা চামচ
- চিনি
- জল
- ফুড কালার
- সিরিঞ্চ
প্রথমত , সাতটি গ্লাস জল দিয়ে পূর্ণ করে নিতে হবে | দ্বিতীয়ত , প্রতি গ্লাসে আলাদা আলাদা ফুড কালার মেশাতে হবে | তৃতীয়ত , প্রথম গ্লাসটি বাদে বাকি ছয়টি গ্লাসে বিভিন্ন পরিমাণে চিনি মিশিয়ে নিতে হবে।
যেমন : দ্বিতীয় গ্লাসে ১ চা চামচ চিনি।
তৃতীয় গ্লাসে ২ চা চামচ চিনি।
চতুর্থ গ্লাসে ৩ চা চামচ চিনি।
পঞ্চম গ্লাসে ৪ চা চামচ চিনি।
ষষ্ঠ গ্লাসে ৫ চা চামচ চিনি।
এবং শেষ গ্লাসটিতে ৭ চা চামচ চিনি মিশিয়ে নিতে হবে |
এবার প্রতি গ্লাস এর চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে | এবার ৮ নম্বর গ্লাস টি নিতে হবে এবং সবথেকে বেশি চিনির দ্রবণ ওয়ালা গ্লাস টাই কিছুটা ঢালা হলো | তারপর ৬ নম্বর গ্লাস এর দ্রবণ কিছুটা ঢালা হলো | এইভাবে সবকটি গ্লাস থেকে কিছুটা করে জল ঢালা হলো সিরিঞ্চ এর মাধ্যমে | এবং খেয়াল রাখতে হবে যাতে রঙের লেয়ার তা নষ্ট না হয় | এবার আপনার রংধনু রেডি | যা আপনি ছোট্ট প্রজেক্ট হিসাবেও তৈরী করতে পারেন |
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।