HomeSocial NewsPrivate trains on India full list of routes, time-table | Privatization of...

Private trains on India full list of routes, time-table | Privatization of Indian Railways

Private Train on India | ভারতীয় রেল বিক্রি হতে চলেছে | জানুন বেসরকারি ট্রেন কোন রুটে , কখন চলবে !

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Private Train on India | Indian Railways is going to sell | Find out which route the private train will run on!


Private trains on India: চালানোর প্রস্তুতিতে আরও এক ধাপ এগোলো কেন্দ্র । 7200 কোটি টাকায় 29 জোড়া রেক বিক্রির নিলাম ডাকার ব্যবস্থা করা হল। Center and private যৌথ উদ্যোগে লাভের আশা দেখতে পেলো ভারতীয় রেল ।

ইতিমধ্যেই Central Government-র আধিকারিকদের নিয়ে Private Train চালানোর পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করতে চায়।

Private rail project নিয়ে 23 Company-র সাথে একাধিকবার বৈঠক করেছে Ministry of Indian Railways। Railway board meeting করেছে Domestic and foreign উভয় সংস্থার সাথেই। রেল মন্ত্রক সূত্রে জানা যায় যে, এই Meeting ছিল Pre Application Meeting।

যেখানে Private Rail হাতে নেওয়ার আগে বিভিন্ন Company তাদের বক্তব্য জানিয়েছে |কেমন হতে চলেছে Private Policy তা বুঝিয়ে দিয়েছে Ministry of Railways । বেসরকারি রেল নিয়ে Meeting-এ হাজির ছিল Titagarh Wagon in West Bengal।

যে 23 Companies আগ্রহ দেখিয়েছে তার মধ্যে থাকছে Bombardier, Alstom নামক বিদেশি সংস্থা। আছে দেশী সংস্থা BHEL, BEML, IRCTC, CAF, Medha, JKB Infrastructure, Bharat Forge, Starlight সহ একাধিক Company। এর মধ্যে IRCTC ট্রেন চালায় তেজসের মতো।

Group Cards
Google News View Now

Titagarh Wagon-র অভিজ্ঞতা আছে বিভিন্ন ধরণের Rail coach তৈরির ও একই সাথে তারা পুণে মেট্রোয় Self-reliance projects-র একেবারে শুরুতে তারা নিয়ে আসছে অত্যন্ত Modern metro coaches।

Know More: Google CEO Sundar Pichai Net Worth 2021 – Car, Salary, Business, Income

ফলে বৈঠকে হাজির সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা রয়েছে মারাত্মক। বেসরকারি সংস্থাগুলির বক্তব্য, Central Goernment-র এই প্রকল্প যাতে খাতায় কলমে সীমাবদ্ধ না থেকে পুরোপুরি ভাবে সাফল্য পায় তাই এই ধরণের Meeting বারবার হচ্ছে।

Ministry of Railways এর পরেই বিডিং চালু করে দিল।  গোটা দেশে মোট 12টি Cluster জুড়ে চলবে এই সব Private Train। তার মধ্যে থাকছে অন্যতম Cluster Howrah।

Private trains on India: Howrah ক্লাস্টারে মোট 7 রুটে চলবে বেসরকারি ট্রেন।


pp 34


যার মধ্যে Howrah-Delhi, প্রতিদিন চলবে, সময় নেবে 16 Hours।

  1. Howrah- Chennai, প্রতিদিন চলবে, Time 26 Hours।

2. Howrah- Bengaluru, প্রতিদিন চলবে, Time 33 Hours।

3. Howrah- Ranchi, প্রতিদিন চলবে, Time 7 Hours।

4. Howrah- Puri, প্রতিদিন চলবে, Time 7 Hours |

5. Howrah- Pune, সপ্তাহে দু’দিন চলবে।Time 27 Hours।

6. Sealdah – Guwahati, সপ্তাহে চলবে 3 Days। Time 17 Hours।

যে সব বেসরকারি ট্রেন চলবে, তাতে থাকবে অত্যাধুনিক সব ব্যবস্থা।

এই ট্রেন ছুটবে 160 KM/H। Passenger-রা কোনও ধরণের ঝাঁকুনি অনুভব করবেন না। কোনও Sound যাত্রীদের কানে যাবে না। অত্যাধুনিকBreaking   ব্যবস্থা। প্রতি কোচে Sliding Door। দরজা Inside & Outside উভয় দিক থেকে খোলার ব্যবস্থা থাকবে।

কামরার ভেতরে থাকছে Talk bag। যার সাহায্যে Driver and guard-র সাথে সরাসরি কমিউনিকেশন করতে পারবেন যাত্রীরা। সমস্ত কামরায় একাধিক CC Camera, যার সাহায্যে Driver সকলকে দেখতে পাবেন। কামরায় থাকবেDigital Board, দু’প্রান্তে।

Know More: Chandra Shekhar Azad Birthday Special: Know about Chandra Shekhar | Why Azad is the most unique among revolutionaries!

প্রতি জানলার কাঁচ হবে Safety glass, glazed | ফলে বাইরের চড়া আলো বা Sunlight ভেতরে ঢুকবে না।December, 2019,  নীতি আয়োগ বেসরকারি ট্রেন চালানো নিয়ে ছাড়পত্র দিয়েছিল। এক বেসরকারি সংস্থার আধিকারিক জানিয়েছেন, এই সমস্ত চাহিদা পূরণ করে আমরা রেল চালাতে আগ্রহী।”

একই সাথে এই বেসরকারি রেল চালানোয় ক্ষতি হবে না। আরামদায়ক Rail Service দিলে ইউরোপের দেশগুলোর মতো এখানেও লাভ হবে।

ইতিমধ্যেই তেজসের মতো Special Train চালায় IRCTC। তাদের অন্যতম শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “তেজস একটা Standard Mark হয়ে গেছে। ফলে বেসরকারি ট্রেন নিয়ে মানুষের আগ্রহ অনেকটা বেড়ে গেছে

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular