Paddy Experiment: East Burdwan’s Akash got the opportunity to study rice in America Learn more |
Purba Bardhhaman: আমেরিকার ‘University of Illinois’ বিশ্ববিদ্যালয়ে ধান নিয়ে গবেষণার সুযোগ পেলেন Purba Bardhhaman-র বাসিন্দা আকাশ দত্ত। Asia মহাদেশ থেকে মাত্র 2 জন America-র ‘University of Illinois’ পড়ার সুযোগ পেয়েছেন। অন্য জন বাংলাদেশের নাগরিক।
Bardhhaman শহরের 4 নম্বর ইছলাবাদের বাসিন্দা আকাশ | ‘International Rice Research Institute’ -র পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমেরিকার Illinois বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছেন। বর্তমানে Global Warming-র ফলে আবহাওয়ার বদলে যাওয়ায় সঙ্গে খাপ খাইয়ে কী ভাবে উন্নতমানের উচ্চ ফলনশীল ধান উৎপাদন করা যায় গবেষণার লক্ষ সেটাই ।
Research Complete করে এ দেশের মাটিতে তার প্রয়োগ করতে চান তিনি। ‘International Rice Research Institute’ র পক্ষ থেকে আকাশকে একটি Project জমা দিতে বলা হয়। সেই Project-র ভিত্তিতেই 100% Scholarship পেয়েছেন তিনি।
একমাত্র পশ্চিমবঙ্গে উৎপাদিত ধান নিয়ে Research করতে চান আকাশ। Weather-র সঙ্গে সামঞ্জস্য রেখে কী ভাবে আরও High yielding rice উৎপাদন সম্ভব তা নিয়েই তিনি গবেষণা করবেন।
কারণ তিনি বলেন, ‘‘বিভিন্ন সময়ে Drought and heavy rains-র জন্য আমাদের রাজ্যে প্রচুর ধান নষ্ট হয়। কৃষকদের সমস্যার মধ্যে পড়তে হয় | তাই প্রতিকূল পরিস্থিতিতে চাষিরা যাতে চাষ করতে কোনো অসুবিধাই না পড়েনমূলত সে দিকেই নজর দেব।
Read More: Health Department recruitment 2021: বেতন ৪০ হাজার টাকা! ডেটা অপারেটর সহ একাধিক পদে হবে কর্মী নিয়োগ |